ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন: ডাচ অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৫:৫০

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ১৬:১৫

শেয়ার

ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন: ডাচ অধিনায়ক
নেদারল্যান্ড অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১১ বছর পর আবার বাংলাদেশে আসল নেদারল্যান্ডস ক্রিকেট দল। শেষবার তারা ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এসেছিল। সেই সফরের পর দুই দলের চেহারা অনেকটা বদলে গেছে। বাংলাদেশের বহু সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছেন, নতুন প্রজন্ম উঠেছে। এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লিটন দাস, যিনি সিরিজ শুরুর আগেই দলের আত্মবিশ্বাস ধরে রেখেছেন। ডাচ দলেও পরিবর্তনের ছোঁয়া। স্কট এডওয়ার্ডস ছাড়া অনেকেরই বাংলাদেশের মাটিতে অভিজ্ঞতা নেই।

 

“এটা ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ,” বলেন এডওয়ার্ডস। “তবু যেকোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় আত্মবিশ্বাস বাড়ায়। দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।”

 

উপমহাদেশে খেলা সবসময় চ্যালেঞ্জ। বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে সময় লাগে, বিশেষ করে নতুন খেলোয়াড়দের। এডওয়ার্ডস জানালেন,”সীমিত প্র্যাকটিসের মধ্যেও অভিজ্ঞরা নতুনদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করবে। তবে ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়, অনেক দল এখানে ভুগেছে।”

 

ডাচদের চলতি বছর খেলার ধারাবাহিকতা ইতিবাচক। জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে ইতালি ও গার্নসিকে বড় জয় দিয়েছে দলটি। ইতালিকে ৯ উইকেটে এবং গার্নসিকে ৭৩ রানে হারিয়েছে তারা। যদিও স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ছয় রানে হেরে গেছে। এর আগে জুনে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সুপার ওভারে জয়লাভ করে দলটি। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবারের ঘটনা।

 

আগামী বছর নেদারল্যান্ডস অংশ নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ তাদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ।