শিরোনাম
.jpg)
আইসিসির ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে হতাশাজনক খবর এসেছে বাংলাদেশ শিবিরে। একসঙ্গে চার ব্যাটারের অবস্থান দুই ধাপ করে পিছিয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নেমে গেছেন ৭৯ নম্বরে, সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম দু’জনই ৮৭ নম্বরে অবস্থান করছেন। ওয়ানডে মেহেদি হাসান মিরাজও দুই ধাপ পিছিয়ে এখন ৭২তম স্থানে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। সাবেক এই অধিনায়ক আছেন ৩২ নম্বরে। এ ছাড়া সেরা একশর মধ্যে জায়গা করে নিয়েছেন তরুণ তাওহিদ হৃদয় ও উইকেটকিপার–ব্যাটার জাকের আলি।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংসে সেঞ্চুরি উৎসব করেছে অস্ট্রেলিয়া। সেই প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। ট্রাভিস হেডের ১৪২ রানের ইনিংসে তিনি উঠে এসেছেন ১১ নম্বরে। মিচেল মার্শ সেঞ্চুরির সুবাদে চার ধাপ এগিয়ে ৪৪তম স্থানে। তবে সবচেয়ে বড় উন্নতি ক্যামেরন গ্রিনের—৪৭ বলে সেঞ্চুরি করে তিনি লাফিয়ে উঠে এসেছেন ৭৮ নম্বরে।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের এমন উত্থান যখন হচ্ছে, তখন বাংলাদেশের ব্যাটাররা উল্টো র্যাঙ্কিং হারাচ্ছেন। আসন্ন ওয়ানডে সিরিজ ও এশিয়া কাপের আগে এ অবনতি দলীয় প্রস্তুতিতে নিঃসন্দেহে বাড়তি চাপ তৈরি করবে।
আরও পড়ুন: