শিরোনাম

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ভেন্যু সিলেট। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আসর। নয়নাভিরাম সিলেট এবার রঙিন হবে টাইগারদের ক্রিকেট উৎসবে। আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ, এরপর ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই লড়াই। প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।
গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে হলে এবার দর্শকদের হাতে সুযোগ থাকছে একেবারেই হাতের নাগালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। বিসিবির ওয়েবসাইট ও টিকিট বিক্রির নির্দিষ্ট অ্যাপ থেকে দর্শকরা কাটতে পারবেন নিজেদের পছন্দের আসনের টিকিট। দাম রাখা হয়েছে সাধারণের নাগালে রাখার মতো, শুরু মাত্র ১৫০ টাকা থেকে, আর সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত।
শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়ার টিকিট পাওয়া যাবে ১৫০ টাকায়, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে বসতে হলে খরচ করতে হবে ২৫০ টাকা। গ্রিন হিল এরিয়ার আরেকটি ভাগের টিকিটের দাম ৫০০ টাকা। সবচেয়ে প্রিমিয়াম আসন গ্র্যান্ড স্ট্যান্ড ও ডিরেক্টর এনক্লোজারের টিকিট পাওয়া যাবে ২০০০ টাকায়।
মূলত আগস্টে ভারতের সফর স্থগিত হওয়ায় এই সময়ে বিকল্প সিরিজের আয়োজন করেছে বিসিবি। নেদারল্যান্ডসকে আতিথ্য জানিয়ে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিকে শাণিত করবে টাইগাররা। আর দর্শকরা পাচ্ছেন সিলেটের গ্যালারিতে বসে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যরকম এক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।।
আরও পড়ুন: