শিরোনাম

মিরপুরে পাওয়ার হিটিং সেশনে জুলিয়ান উড। ছবি: সংগৃহীত।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম দুর্বলতার জায়গা পাওয়ার হিটিং। পুরুষ ও নারী উভয় দলের ব্যাটারদের মাঝেই এই সীমাবদ্ধতা স্পষ্ট। তাই ক্রিকেটারদের বড় শট খেলার দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। নারী ও পুরুষ দলের পর এবার যুবারা পাওয়ার হিটিংয়ের দীক্ষা নিচ্ছেন।
এ লক্ষ্যে কাজ করছেন বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। চলতি মাসের শুরুতে বাংলাদেশে এসে তিনি ইতোমধ্যেই জাতীয় দল থেকে বয়সভিত্তিক দল পর্যন্ত সবার সঙ্গে কাজ করছেন। আজ (২৫ আগস্ট) অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ সময় ব্যাটিং সেশন পরিচালনা করেন এই ইংলিশ কোচ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত এ সেশনে অংশ নেন যুব দলের সব ব্যাটার। অনুশীলনে তারা কিভাবে নিজেদের খেলা আরও কার্যকর করতে পারেন এবং বড় শট খেলায় দক্ষতা বাড়াতে পারেন, সে বিষয়গুলো নিয়েই কাজ হয়েছে। আগামীকালও দ্বিতীয় দিনের মতো একই অনুশীলন হবে।
এরই মধ্যে সামনে অপেক্ষা করছে যুবাদের বড় পরীক্ষা। ৩১ আগস্ট ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সেখানে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজটি শুরু হবে ৫ সেপ্টেম্বর, আর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।
আরও পড়ুন: