শিরোনাম

ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ। ছবি: সংগৃহীত।
অক্টোবরের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকার ক্লাব সংগঠকেরা। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের ক্রিকেট সংগঠকদের সম্মানহানি ঘটানো হয়েছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আজ (২৪ আগস্ট) বিকেলে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন ঢাকা লিগের ৭৬টি ক্লাবের প্রতিনিধিরা। সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন এ সময় অভিযোগ করেন, বোর্ড পরিচালনায় অ্যাডহক কমিটি বসানোর চেষ্টা চলছে।
রফিকুল বলেন, “আমরা জানতে পেরেছি, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার চক্রান্ত হচ্ছে। বিসিবির গঠনতন্ত্রে এর কোনো সুযোগ নেই। আর অ্যাডহক কমিটি করার মতো পরিস্থিতিও এখন নেই। আমরা নির্বাচন চাই।”
একই সুরে বোরহানুল হোসেন অভিযোগ করেন, বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্টরা’ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। তাঁর দাবি, সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।
তবে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি সংগঠকেরা। কখনো বলেন, “আমরা শুনেছি”, আবার কখনো বলেন, “এটা ওড়া কথা, জানি না কারা এসব করছে।”
সংগঠকদের অসম্মানের অভিযোগ নিয়েও ছিল একই ধোঁয়াশা। রফিকুল বলেন, “আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাঁকে অসম্মানিত করা হয়েছে। তাঁর ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে এসব বিষয় জড়ানো ঠিক নয়। যারা এসব করছে, তারা ক্রিকেটের মঙ্গল চায় না।”
যদিও তিনি নাম উচ্চারণ করেননি, তবু স্পষ্ট যে ইঙ্গিতটি বিসিবির পরিচালক মাহবুবুল আনামের দিকে। সম্প্রতি তাঁর ব্যক্তিগত কিছু বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মাহবুবুল আনাম ও তাঁর স্ত্রী অবৈধভাবে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নিয়েছেন।
আরও পড়ুন: