শিরোনাম

শ্রীলংকার উদ্দেশ্যে বিমানে বাংলাদেশি আম্পায়াররা। ছবি: সংগৃহীত।
বাংলাদেশি আম্পায়ারদের মান নিয়ে নানা সময় সমালোচনা উঠেছে বিভিন্ন টুর্নামেন্টে। তবে সেই সমালোচনা কাটিয়ে উঠতে এবং আম্পায়ারিংয়ের মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার আইসিসির আয়োজিত কর্মশালায় যোগ দিতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশের নারী ও পুরুষ আম্পায়ারদের একটি দল।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, এশিয়ার দেশগুলোর আম্পায়ারদের নিয়ে শুরু হবে এই কর্মশালা। পরে বিশ্বের অন্যান্য দেশ থেকেও আইসিসি প্যানেলের আম্পায়াররা যুক্ত হবেন। আন্তর্জাতিক মানে দক্ষতা বাড়াতে এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছে বিসিবি।
শুধু আইসিসির উদ্যোগ নয়, দেশের ভেতরেও আম্পায়ারদের নিয়ে আলাদা পরিকল্পনা করছে বিসিবি। গেল মাসের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, আইসিসির এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলকে বাংলাদেশের আম্পায়ার উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে। টোফেল শুধু প্রশিক্ষণই দেবেন না, বরং বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার কাজও করবেন।
তবে এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অঙ্ক। বিসিবি পরিচালক ও আম্পায়ার কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, টোফেলের সঙ্গে আলোচনায় অর্থ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সাবেক এই আম্পায়ার তিন বছরের জন্য ব্যক্তিগতভাবে ৩ কোটি ৩৪ লাখ টাকার বেশি (প্রায় ২ লাখ ৭৫ হাজার ডলার) এবং তার পুরো টিমের জন্য ৮ কোটি ৩২ লাখ টাকার বেশি (প্রায় ৬ লাখ ৮৫ হাজার ডলার) চেয়েছেন।
কিন্তু বিসিবি এত বড় অঙ্কে রাজি নয়। মিঠু বলেন, “আমরা টোফেলের চুক্তির বিষয়ে এখনও কাজ করছি। তিনি যে টাকা চেয়েছিলেন, বিসিবি তার অর্ধেক দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনায় আছি। আশা করছি শিগগিরই ইতিবাচক কিছু জানাতে পারব।”
আরও পড়ুন: