এশিয়া কাপ সামনে রেখে বিসিবি’র ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ২০:৪৩

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ২০:৪৫

শেয়ার

এশিয়া কাপ সামনে রেখে বিসিবি’র ভারতীয় অ্যানালিস্টকে নিয়োগ
ভারতীয় পারফরম্যান্স অ্যানালিস্ট হিরামেথ। ছবি: সংগৃহীত।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে সিলেটে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। ঠিক এমন সময়ে টিম ম্যানেজমেন্টে এসেছে নতুন সংযোজন। ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট অক্ষয় হিরামেথকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

গেল ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের হয়ে খণ্ডকালীন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন। তবে এবার দায়িত্বটা দীর্ঘমেয়াদি, ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি বহাল থাকবে।

 

অক্ষয়ের চুক্তির আর্থিক দিকও নির্দিষ্ট করা হয়েছে। বিসিবির সঙ্গে বছরে মোট ১৫ হাজার ডলারের বিনিময়ে কাজ করবেন তিনি, যা তিন কিস্তিতে পরিশোধ করা হবে। বোর্ডের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

অভিজ্ঞতার ঝুলি নিয়েও বাংলাদেশে আসছেন অক্ষয়। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে আগেও অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। এবার জাতীয় দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে দলের পারফরম্যান্স বিশ্লেষণ ও তথ্যভিত্তিক কৌশল তৈরির দায়িত্ব পালন করবেন এই ভারতীয় বিশেষজ্ঞ।