শিরোনাম

(বাম থেকে) সাইফ হাসান , গাজী আশরাফ লিপু, নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত
জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে লম্বা বিরতির পর ফেরত এলেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। ঘরের মাঠে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার সোহান ও ব্যাটিং অলরাউন্ডার সাইফ।
বর্তমানে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছেন এ দুজন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা শেষে দেশে ফিরেই তাদের যোগ দিতে হবে জাতীয় দলের প্রস্তুতিতে। দীর্ঘ সময় পর তাদের ফেরানোর ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ সম্মেলনে বলেন, “প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই প্রক্রিয়া থাকে। সোহানকে নিয়ে আগেই আলোচনা হয়েছিল। ডারউইনে ‘এ’ দলের হয়ে তার খেলার সুযোগ হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ের মতো প্রতিযোগিতার অভিজ্ঞতা দিয়েছে। তাই এটি কৌশলগত সিদ্ধান্ত ছিল।”
সোহানকে শুধুমাত্র স্কোয়াডে ফেরা নয়, বরং উইকেটকিপার হিসেবে বিকল্প ভাবনাতেও দেখা হচ্ছে। লিপু বলেন, “জাকের আলী অনিক শ্রীলঙ্কা সিরিজে আঘাত পেয়েছিল। লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় আমাদের সুযোগ কম। সোহানের ব্যাটিং অ্যাপ্রোচ ও প্যাটার্ন তাকে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রেখেছে।”
অন্যদিকে, সাইফ হাসানের অন্তর্ভুক্তি নিয়েও দিয়েছেন স্পষ্ট ব্যাখ্যা। “দলে এমন ক্রিকেটার দরকার যারা একাধিক জায়গায় খেলতে সক্ষম। সাইফ ৩-৪ নম্বরে খেলতে পারে, আবার ওপেনও করতে পারে। তার সঙ্গে প্রয়োজন হলে ১-২ ওভার বলও করতে পারবে। দলে এমন বহুমুখী খেলোয়াড় আমাদের চাওয়া,” জানান লিপু।
প্রধান নির্বাচক আরও বলেন, “প্রথম একাদশ নির্বাচন অধিনায়ক ও কোচের সঙ্গে যৌথভাবে হয়। ওপেনিংয়ে আমরা এখন সেটেলড। তবে কোনো কারণে তাওহিদ হৃদয় খেলতে না পারলে, চার নম্বরে সাইফ কাভার করতে পারবে। লিটন দাসও প্রয়োজনে ওপেন করতে পারবে। ফলে আমাদের বিকল্প তৈরি থাকছে।”
এর আগে ‘এ’ দলের চার দিনের ম্যাচের স্কোয়াডেও ছিলেন সাইফ। তবে জাতীয় দলে ডাক পাওয়ায় সেই সিরিজ খেলবেন না তিনি। লিপু জানান, “সাদা বলের পাশাপাশি লাল বলেও আমরা সাইফকে ভেবেছিলাম। তবে জাতীয় দলের ডাকই সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই ২৬ তারিখে দেশে ফিরেই সে জাতীয় দলে যোগ দেবে।”
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। এই দুই আসর দিয়েই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।
আরও পড়ুন: