শান্ত-রানারা বিবেচনার বাইরে চলে যাননি: লিপু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৯:৪৪

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

শান্ত-রানারা বিবেচনার বাইরে চলে যাননি: লিপু
(বাম থেকে) নাজমুল শান্ত, গাজী আশরাফ লিপু, ও নাহিদ রানা। ছবি: সংগৃহীত। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া কাপের ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানার। একই দল ঘরের মাঠে অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস সিরিজেও অংশ নেবে। দলে না থাকা এই দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনার ঝড় উঠলেও নির্বাচক প্যানেল জানিয়ে দিয়েছে, তারা বিবেচনার বাইরে চলে যাননি। বরং পারফরম্যান্সের ধারাবাহিকতায় সুযোগ পেলে যেকোনো সময় আবার ফিরতে পারেন।

 

সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না শান্ত এবং রানা। তারও আগে পাকিস্তান সফরের দলে ডাক পেলেও নিরাপত্তাজনিত উদ্বেগে শেষ পর্যন্ত যাননি রানা। শান্তকে রাখা হয়েছিলো পাকিস্তান সফরের স্কোয়াডে, তবে খেলার সুযোগ মেলেনি। এবার এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের যৌথ দলে তাদের না রাখায় অনেকে ধরে নিচ্ছিলেন, টি-টোয়েন্টিতে হয়তো নির্বাচকদের পরিকল্পনা থেকে ছিটকে গেলেন তারা।

 

তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন, “পরিস্থিতি একেবারেই তা নয়। কারও জন্যই আমাদের দরজা বন্ধ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অন্য ফরম্যাটে খেলেন তারা অবশ্যই মূল্যবান প্লেয়ার। টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জ ভিন্ন। এখানে টিকে থাকতে গেলে পারফরম্যান্স দরকার। আমাদের এনসিএল টি-টোয়েন্টি আছে, তার পরেই বিপিএল। এই দুই জায়গাতেই খেলে নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে।”

 

লিপু বলেন, “কোনো জায়গায় যখন কেউ নির্বাচিত না হন বা জায়গা হারান, তখন তার নিজেরও উপলব্ধি থাকা দরকার, আমি কেন জায়গাটা হারালাম, কী করলে ফিরে আসতে পারব। আত্মোপলব্ধির জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ।”

 

নির্বাচক পরিষদ প্রধান জানান, “শান্তর সঙ্গে বাদ পড়ার সময়ই আলাপ হয়েছে, কী করলে দলে ফেরা সম্ভব সে বিষয়টি তার কাছে পরিষ্কার করে বলা হয়েছে। তাই ভবিষ্যতে পারফরম্যান্সের মাধ্যমেই জাতীয় দলে ফেরার পথ খোলা থাকবে।”

 

অন্যদিকে, নাহিদ রানার প্রসঙ্গে লিপু বলেন, “নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে না যাওয়া তাকে পিছিয়ে দিয়েছে। তবে তরুণ এই পেসার নির্বাচকদের ভাবনায় আছেন। সামনের টুর্নামেন্টগুলোতে তার জন্য দরজা খোলা থাকবে।”

 

বাংলাদেশের ঘোষিত এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দলটি মূলত অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতেই গড়া হয়েছে। একাধিক ক্রিকেটারের ইন-ফর্ম থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবুও ভবিষ্যতের পরিকল্পনায় শান্ত ও রানা দুজনেই রয়েছেন, এমনটাই বার্তা দিয়েছেন লিপু।