শিরোনাম

প্রতিপক্ষের ধুমধাড়াক্কা ব্যাটিং অসহায় চোখে দেখছেন ক্যাপ্টেন সোহান। ছবি: সংগৃহীত।
টপ এন্ড টি-টোয়েন্টিতে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ ‘এ’ দলের। ডারউইনে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট শেষ করেছে নুরুল হাসান সোহানের দল। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে থেকে বিদায় নিতে হয়েছে তাদের। অপরদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় নিয়েই শেষ চারে জায়গা নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
বাংলাদেশের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন ম্যাকেঞ্জি হার্ভে। ডানহাতি এই ব্যাটার মাত্র ৫৩ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ১৫টি চার ও ১টি ছক্কা। তিনি অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইনিংসের এক প্রান্ত আগলে রাখা হার্ভেকে কার্যকর সঙ্গ দেন জ্যাক উইন্টার (৩৫ বলে ৩৫) ও হ্যারি মানেটি (২৪ বলে অপরাজিত ২৫)। ফলে ১১ বল হাতে রেখেই ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে অ্যাডিলেড। বাংলাদেশের হয়ে সাইফ হাসান নিয়েছেন ২৮ রান খরচায় ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’। দলের শুরুটা হয় ধীরগতির। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাঈম শেখ ও জিসান আলম ৪৮ রান যোগ করলেও নাঈম ছিলেন ব্যর্থ, ১৭ বলে করেন মাত্র ১৫। সাইফ হাসানের ব্যাট থেকেও আসে ধীরগতির ইনিংস, ১৯ বলে মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তবে জিসান আলম কিছুটা স্থিরতা এনে দেন। ৩৭ বলে ফিফটি পূর্ণ করলেও ফিফটির পরপরই আউট হয়ে যান। এরপর দ্রুত বিদায় নেন অধিনায়ক সোহানও। দল চাপের মুখে পড়লেও ঝড় তোলেন আফিফ হোসেন। শেষ দিকে ইয়াসির আলির সঙ্গে গড়ে তোলেন ২৯ বলে ৭০ রানের জুটি। আফিফ ২৩ বলে অপরাজিত ৪৯ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। ইয়াসির খেলেন ১৫ বলে ২৫ রানের ক্যামিও। অ্যাডিলেডের বোলারদের মধ্যে হানো জ্যাকবস ছিলেন সবচেয়ে সফল। তিনি ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট।
টুর্নামেন্টে কিছু ম্যাচে লড়াই করলেও ধারাবাহিকতার অভাব এবং বোলিংয়ে ঘাটতি বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ব্যাট হাতে আফিফ, জিসান কিংবা ইয়াসিররা কিছুটা আলো ছড়ালেও দল হিসেবে ভালো করার ব্যর্থতা শেষ পর্যন্ত ভুগিয়েছে সোহানের দলকে।
আরও পড়ুন: