বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ২২:০০

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১২:৩৭

শেয়ার

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা। ছবি: সংগৃহীত। 

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য ঘোষিত দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন তিনি।

 

চলতি মাসের শেষে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ করেই এশিয়া কাপে উড়াল দেবেন লিটন দাসরা। এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে সোহান ছাড়াও সাইফ হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

 

গত কয়েক মাস ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আলো ছড়াচ্ছিলেন সোহান। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও প্রস্তুতি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করেছেন তিনি। সর্বশেষ ডিপিএলে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে ১১ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি মিলে করেছিলেন ৫১২ রান। এর আগের মৌসুমেও রান পেয়েছিলেন প্রায় সমানভাবে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও করেছিলেন দুটি সেঞ্চুরি। এমন ধারাবাহিকতায় নির্বাচকদের সামনে জোরালো বার্তা রেখেছিলেন তিনি। আর সেই পারফরম্যান্সের ফলেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের জাতীয় দলে ডাক পেলেন এই উইকেটকিপার ব্যাটার।

 

সোহানের মতো ঘরোয়াতে নজর কেড়েছেন সাইফ হাসানও। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ৩০৬ রান করেছিলেন তিনি। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে করেছিলেন ৫৪৫ রান। ব্যাট হাতে ধারাবাহিক থাকায় তাকেও সুযোগ দেওয়া হয়েছে এশিয়া কাপে।

 

এদিকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাইম। ধারাবাহিক ব্যর্থতার কারণে তাদের জায়গা হয়নি এই স্কোয়াডে। ছুটি নেওয়ায় এশিয়া কাপ দলে নেই মেহেদী হাসান মিরাজও। তবে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাকে। এছাড়া সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়।

 

স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। দলের প্রয়োজনে বোলিং করতে পারবেন শামীম হোসেন পাটোয়ারি ও সাইফ হাসান। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী হিসেবে থাকছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

আগামী ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এরপরই এশিয়া কাপে যোগ দেবে টাইগাররা। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের। গ্রুপ পর্ব পেরোতে পারলে সুপার ফোরে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

 

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড,  লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ)— সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।