শিরোনাম

এশিয়া কাপে নাঈম, জিসান না সৌম্য? জানা যাবে আজই। ছবি: সংগৃহীত।
আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল সাজাতে গিয়ে নির্বাচকদের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছে একটি জায়গা, তৃতীয় ওপেনার। প্রথম দুই ওপেনারের নাম নিয়ে খুব বেশি ধোঁয়াশা নেই, কিন্তু অতিরিক্ত ওপেনারের পছন্দ নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়। ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছেকাকে রাখা হবে বিমানের টিকিটে, অভিজ্ঞ সৌম্য সরকারকে, ব্যর্থতার পরেও নাঈম শেখকে, নাকি নতুন চমক জিসান আলমকে?
বিসিবি আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা করেছিল প্রাথমিক স্কোয়াড। তবে শুক্রবারের (২২ আগস্ট) মধ্যে আইসিসির কাছে জমা দিতে হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল এবং সঙ্গে ৫ জন স্ট্যান্ডবাই। আর এই সময়সীমা ঘনিয়ে আসতেই ক্রিকেট মহলে তৃতীয় ওপেনার নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে।
সবচেয়ে আগে আলোচনায় ছিলেন নাঈম শেখ। দীর্ঘদিন ধরে তাকে ভাবা হচ্ছিল এশিয়া কাপে অতিরিক্ত ওপেনার হিসেবে। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাটিং পারফরম্যান্স একেবারেই হতাশাজনক ছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রয়োজনীয় গতিময় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় অনেকটা পিছিয়ে পড়েছেন নাঈম। ফলে বিসিবির নির্বাচকরা তার ব্যাপারে নতুন করে ভাবছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অস্ট্রেলিয়ার একই টুর্নামেন্টে কয়েকটি ভালো ইনিংস খেলে আলোচনায় আসেন জিসান আলম। তবে এখনো জাতীয় দলে অভিষেক হয়নি তার। আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকায় সরাসরি এশিয়া কাপে দলে নেওয়া হবে কি না, সে বিষয়েও রয়েছে সংশয়। বিশেষজ্ঞদের মতে, জিসান প্রতিভাবান হলেও তাকে ধীরে ধীরে জাতীয় দলের প্রসেসে আনা উচিত। আগে ছোট সিরিজগুলোতে সুযোগ দিয়ে অভিজ্ঞতা বাড়ানোর পর বড় টুর্নামেন্টে তাকে ঝালাই করা প্রয়োজন।
এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছেন সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেটে বড় টুর্নামেন্ট মানেই যেন তার নাম নতুন করে উঠে আসে। সাম্প্রতিক পারফরম্যান্সে সৌম্যও খুব বেশি কিছু করতে না পারলেও, অভিজ্ঞতার বিচারে তিনি নাঈম ও জিসানের চেয়ে এগিয়ে।
দেশের সাবেক এক ক্রিকেটার ও ঘরোয়া লিগের কোচ গণমাধ্যমে বলেন, "অভিজ্ঞতার কারণে সৌম্য এগিয়ে থাকবে। জিসানকে নিয়েও কথা হচ্ছে, তবে সে এখনও বড় কোনো টুর্নামেন্টে ধারাবাহিক রান করতে পারেনি। নাঈমও খুব একটা নিজেকে প্রমাণ করতে পারছে না।"
তিনি আরও যোগ করেন, "জিসান প্রতিভাবান এবং প্রস্তুতির মধ্যে রয়েছে। কিন্তু এখন যদি তাকে নেদারল্যান্ডস সিরিজে সুযোগ না দিয়ে সরাসরি এশিয়া কাপে নেওয়া হয়, এরপর ব্যর্থ হলে আবার বাদ যাবে। এটা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। আমার মনে হয় এই মুহূর্তে নাঈমের চেয়ে সৌম্যর সুযোগ বেশি।"
সবমিলিয়ে, এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে কে হবেন সেই তৃতীয় ওপেনার? অভিজ্ঞতার ঝুলিতে ভর করে সৌম্য, না কি নতুন তারকা হিসেবে উঠে আসবেন জিসান, নাকি আবারও আস্থা রাখা হবে নাঈমের ওপর, ২২ আগস্টের মধ্যেই এর জবাব জানিয়ে দেবে বিসিবি।
আরও পড়ুন: