শিরোনাম

বাংলাদেশ 'এ' দলের টপ এন্ড টি-টোয়েন্টি যাত্রার সমাপ্তি। ছবি: সংগৃহীত।
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজ (২১ আগস্ট) ডারউইনের মারারা গ্রাউন্ডে তোফায়েল আহমেদের এক ওভারেই ভেস্তে গেল টাইগার বোলারদের লড়াই। বাংলাদেশ ‘এ’ দলের ছুঁড়ে দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো সময় দর্শকদের স্নায়ুচাপে রেখে শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিল মেলবোর্ন স্টারস একাডেমি। ৩ উইকেটের পরাজয়ে টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালের লড়াই থেকে একপ্রকার ছিটকে গেল সোহান বাহিনী।
যে উইকেটে বাংলাদেশের রান তুলতে মাথা খারাপ হয়ে গেছে, সেই উইকেটেই মেলবোর্ন স্টারস একাডেমির ব্যাটাররা শুরু থেকে টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। স্পিনবান্ধব উইকেটে নাইম হাসান নতুন বল হাতে তুলে নেন।
কিন্তু প্রথম তোপ দাগেন পেসার হাসান মাহমুদ। ৩৪ রানে মেলবোর্নের উদ্বোধনী জুটি ভাঙে। কিন্তু রানের চাকা আটকাতে পারছিলেন না কেউই। রিপন মন্ডলের জায়গায় একাদশে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি পেসার মুশফিক হাসান। ১ উইকেট নিলেও লো-স্কোরিং ম্যাচের তুলনায় বেশ খরুচে বোলিং করেছেন তিনি।
১৮ বলে ২৯ রান করা মেলবোর্নের ওপেনার স্যাম হারপারকে বোল্ড করে রোনালদো’র ‘সিউউ’ উদযাপন করেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তার পরের ওভারেই মেলবোর্ন শিবিরে চতুর্থ আঘাত। এবার বোলিংয়ে সাইফ হাসান, একই ধরনের লেট কাট খেলতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিয়াম ব্ল্যাকফোর্ড। মেলবোর্ন ৬২ রানে ৪ উইকেট ঘারালে ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের দিকে ঘুরে যায়। সেই সাথে রানের চাকাও আটকে ধরেন বোলাররা। ৮১ রানে পঞ্চম উইকেট হারায় মেলবোর্ন।
এরপর জনাথন মারলো আবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে থাকেন। একপ্রান্তে ক্রিস্টিয়ান হোয়ে সঙ্গ দিচ্ছিলেন। আরেকপ্রান্তে চড়াও হচ্ছিলন মারলো।
মারলোর এই চার-ছক্কার মারের মাঝেই একের পর এক ইয়র্কার ছুঁড়ছিলেন হাসান মাহমুদ। তখনো ম্যাচের ভাগ্যের পেন্ডুলাম দোদুল্যমান। ১৭তম ওভারে পেসার তোফায়েল কে বল তুলে দেন ক্যাপ্টেন সোহান। কিন্তু কে জানত এই এক ওভারেই ম্যাচের ভাগ্য ঘুরে যাবে। জোনাথন মারলো শর্ট লেন্থ ডেলিভারি পেয়ে পুল-হুকের ফুলঝুরি সাজিয়ে ২টি ছক্কা ও একটি চার বের করে নেন, সাথে ম্যাচটাও। এই ওভারে বাউন্ডারি হজমের সাথে তোফায়েল ওয়াইড দিয়েছেন দুটি। ম্যাচ কার্যত তখনই শেষ।
তোফায়েল বোলিংয়ে আসার আগে ২৪ বল থেকে দরকার ছিল ৩৭ রান। এক ওভারে ২৩ রান দেওয়ার পর সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ১৫ রান। পরের ওভারেই হাসান মাহমুদ মারলোর স্টাম্প উপড়ে ফেললে খানিকটা রোমাঞ্চের স্বপ্ন দেখতে থাকে অতি উৎসাহীরা। ম্যাচ শেষ ওভারে গড়ালেও, মেলবোর্নের দরকার ছিল ২ রান। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল নিয়ে চার বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে যায় মেলবোর্ন।
হিসাবের খাতায় বাংলাদেশ এখনও সেমির লড়াইয়ে থাকলেও বাস্তবে আশা ক্ষীণ। কারণ, শেষ ম্যাচে জিতলেও ভাগ্যের হিসাব মেলাতে চোখ রাখতে হবে অন্যদের পারফরম্যান্সে।। শনিবার (২৩ আগস্ট) নিয়মরক্ষার ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’।
আরও পড়ুন: