শিরোনাম

বাঁচামরার লড়াইয়ে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে সোহান বাহিনী। ছবি: সংগৃহীত।
টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই সোহান বাহিনীর। আর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মেলবোর্ন স্টার্স একাডেমির বোলারদের সামনে অসহায় বাংলাদেশ ‘এ’ ৮ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মোটে ১৫৬ রান। জিসান-সোহানের ৬৩ রানের জুটির পর ইয়াসির আলীর ২৯ রানের ঝড়ো ইনিংসে দেড়শো পেরোনো সংগ্রহ পায় সোহানের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান তুলতে বেগ পেতে হয় টাইগার ব্যাটারদের। মোহাম্মদ নাঈম শেখ এই টপ এন্ড টি-টোয়েন্টিতে যেন নিজেকে ‘এলিয়েন’ মনে করছেন। পাঁচ ম্যাচের একটিতেও তার ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ মনে হয়নি। নাঈমের খেলা দেখে মনে হচ্ছে তিনি বোধয়হয় চার দিনের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২১ বল মোকাবেলায় ১ টি বাউন্ডারি বের করতে সক্ষম হয়েছেন, করেছেন ১৯ রান।
পুরো সিরিজজুড়ে দারুণ ছন্দে থাকা জিসান আলমও এদিন ব্যাট হাতে খাবি খেয়েছেন। ১৩ বলে সমান ১৩ রান করে লেগবিফোরের ফাঁদে পা দেন এই ওপেনার। ওপেনিং জুটিতে আসে ২৭ রান। মারারা ক্রিকেট গ্রাউন্ডের স্পিনবান্ধব পিচে এরপর দৃশ্যপটে আবির্ভাব ঘটে মেলবোর্নের বাঁহাতি চায়নাম্যান বোলার হামিশ ম্যাকেঞ্জির। ম্যাকেঞ্জিকে মোকাবেলা করতে চোখে অন্ধকার দেখেছেন বাংলাদেশের ব্যাটাররা।
অষ্টম ওভারে শামুকগতির ইনিংস খেলা নাঈমকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান ম্যাকেঞ্জি। পরের বলেই আফিফকে গোল্ডেন ডাক উপহার দেন তিনি। হ্যাটট্রিক বলে অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে অল্পের জন্য রক্ষা পান ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
৫০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’। এরপর তিনে নামা সাইফের সঙ্গে জুটি গড়েন সোহান। মেলবোর্ন স্টার্সের স্পিনারদের কাছ থেকে রান আদায় করতে যত রকম আনঅর্থোডক্স শট খেলা যায় তার সর্বোচ্চ (?) দেখিয়েছেন ক্যাপ্টেন সোহান। তার দেখাদেখি সাইফও খেলেছেন কিছু রিভার্স সুইপ। কিন্তু স্কুপ, প্যাডেল সুইপ আরো নাম না জানা যত শট খেলে ক্রিকেট বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন সোহান। টাইমিং মিস করে মিড অফে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ২৭ বলে চার বাউন্ডারিতে করেছেন ৩৩ রান। চতুর্থ উইকেট জুটিতে সাইফ-সোহানের ব্যাটে আসে ৬৩ রান।
শেষদিকে ঝড় তোলার আগে সাইফ হাসানও বিদায় নেন। ৩৫ বলে ২ চার এবং ১ ছক্কায় করেন ৪৫ রান। হাটূ গেড়ে সুইপ শটে বাউন্ডারি পার করার আগেই ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন এই তরূণ তুর্কি।
১৮তম ওভারে দলীয় ১২৭ রানে সাইফ বিদায় নিলে স্বল্প সংগ্রহ ভয় দেখাচ্ছিল বাংলাদেশকে। গত ম্যাচের মত এবারও শেষে এসে ঝড় তোলেন ইয়াসির আলি। ১৭ বলে ২ চার ২ ছক্কায় তার ২৯ রানে ভর করে ১৫৬ রানের লড়াই করার মত পুঁজি পায় বাংলাদেশ।
মেলবোর্ন স্টার্সের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন হামিশ ম্যাকেঞ্জি।
আরও পড়ুন: