শিরোনাম

১৯ বছর পর বিসিবি অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিলেন বুলবুল। ছবি: সংগৃহীত।
দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারো ফিরিয়ে আনতে যাচ্ছে ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’। ২০০৬ সালের পর আর কোনো আয়োজন দেখা যায়নি, তবে এবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড এই দীর্ঘ বিরতি ভেঙে ক্রিকেটারদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
প্রতিবছর বিশ্বের প্রধান ক্রিকেট বোর্ডগুলো তাদের বর্ষসেরা ক্রিকেটারদের স্বীকৃতি দেয়। যেমন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশেও এই ধারাবাহিকতা অনেক বছর বন্ধ ছিল। এবার সেই শূন্যস্থান পূরণ করতে যাচ্ছে বিসিবি, যাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে উদ্যম ও সাফল্য অর্জনের লালসা আরও জাগ্রত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার, সেরা কোচ, এবং সংগঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া অন্যান্য খাতের যারা অবদান রেখেছেন, তাদেরও স্বীকৃতি দেওয়া হবে। বিসিবি আশা করছে, এই আয়োজন ক্রিকেটারদের মধ্যে নতুন উদ্যমের সঞ্চার করবে এবং দেশীয় ক্রিকেটকে আরও শক্তিশালী করবে।
বিসিবি সূত্র জানায়, আগামী সপ্তাহেই আয়োজনের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে। বাংলাদেশ জাতীয় দল ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে। এরপর ৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে দল, এবং ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। এই সিরিজ ও টুর্নামেন্টের মাঝের সময়ে ৫ সেপ্টেম্বরের দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে, অক্টোবর বা নভেম্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।
আয়োজনের জন্য বিসিবি ইতিমধ্যেই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুঁজছে। ছয়টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং বোর্ড দ্রুত তাদের মধ্য থেকে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করে আয়োজনটি সম্পন্ন করতে চায়।
একই সঙ্গে বিসিবি জানিয়েছে, এই আয়োজন কেবল পুরস্কার বিতরণ নয়; বরং ক্রিকেটারদের মধ্যে গৌরব, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বোর্ডের লক্ষ্য, খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন।
আরও পড়ুন: