জাতীয় দলের হয়ে ট্রফি জিততে চান রিজান হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৯:১১

আপডেট: ১৮ আগস্ট, ২০২৫ ১৯:৩২

শেয়ার

জাতীয় দলের হয়ে ট্রফি জিততে চান রিজান হোসেন
জাতীয় দলের হয়ে ট্রফি জেতাই রিজানের পরবর্তী লক্ষ্য। ছবি: সংগৃহীত। 

বাংলাদেশ ক্রিকেটের তরুণ প্রতিভা রিজান হোসেনের চোখে এখন স্পষ্ট এক স্বপ্ন, একদিন জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জয় করা। বয়সভিত্তিক ক্রিকেটে সাফল্য পেলেও তাঁর কাছে আসল চ্যালেঞ্জ হলো দেশের জার্সি গায়ে তুলে শিরোপার হাসি নিয়ে আসা। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি  গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজান জানান তার স্বপ্নের কথা। 

 

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে রিজান নজর কেড়েছেন সবার। ৯৫ রানের ঝলমলে ইনিংস ও ৫ উইকেট শিকার করে শিরোপা এনে দিয়েছেন দলকে। এই পারফরম্যান্স যেন তাঁর জাতীয় দলের স্বপ্নপথে এক শক্ত ভিত্তি।

 

জাতীয় দলের হয়ে ট্রফি জেতার লক্ষ্য, রিজান খোলাখুলিই বলেন, তাঁর ক্রিকেট জীবনের সবচেয়ে বড় স্বপ্ন জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জেতা। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের হয়ে কিছু এনে দিতে চান তিনি। দেশের ক্রিকেট ইতিহাসে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসার মুহূর্তের সঙ্গে নিজেকে জড়িয়ে দেখতে চান। তাঁর বিশ্বাস, অনূর্ধ্ব-১৯ থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা একদিন সেই স্বপ্ন পূরণে কাজে লাগবে।

 

টাঙ্গাইল থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটারের যাত্রা শুরু হয়েছিল টেপ টেনিস দিয়ে। ধাপে ধাপে বয়সভিত্তিক ক্রিকেটে জায়গা করে নেন, পরে অনূর্ধ্ব-১৯ দলে নিজের অবস্থান পাকা করেন। অলরাউন্ডার হিসেবে ব্যাটিং-বোলিং দুই দিকেই ধারাবাহিকতা দেখাচ্ছেন তিনি।

 

নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন রিজান। দলের প্রয়োজনে মিডিয়াম পেসে উইকেট শিকার করার সঙ্গে সঙ্গে টপ অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখতে চান। ফিটনেস ধরে রাখা এবং পাওয়ার হিটিংয়ে উন্নতি করাকে তিনি সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

 

অনুপ্রেরণার জায়গায় তাঁর প্রিয় ক্রিকেটার বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের মতোই চাপের মুহূর্তে দলের হয়ে ম্যাচ জেতানো ক্রিকেটার হতে চান রিজান। সতীর্থদের সঙ্গে বোঝাপড়াও দারুণ, যা দলকে আরও শক্ত করে তুলছে।

 

সবশেষে রিজানের স্বপ্ন একই জায়গায় এসে থামে জাতীয় দলের হয়ে ট্রফি জয়। বয়সভিত্তিক দলে যেমন শিরোপা এনে দিয়েছেন, তেমনি একদিন জাতীয় দলেও বড় কোনো শিরোপা নিয়ে ইতিহাস গড়তে চান তিনি।