“এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি”- জাকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৪:৪২

আপডেট: ১৮ আগস্ট, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

“এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য  যাচ্ছি”- জাকের
শিরোপার স্বপ্নে এশিয়া কাপে নামছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত। 

এশিয়া কাপের আর বেশি সময় বাকি নেই। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। বড় মঞ্চের এই আসরকে সামনে রেখে বাংলাদেশ দল এখন ব্যস্ত প্রস্তুতিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে দলের ব্যাটার জাকের আলী অনিক জানালেন, এবারের লক্ষ্য নিয়ে কোনো দ্বিধা নেই শিরোপাই চূড়ান্ত স্বপ্ন।

 

জাকের সরাসরি বলেছেন, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। দলের সবাই বিশ্বাস করে আমাদের সেটা সম্ভব। লক্ষ্য একটাই চ্যাম্পিয়নশিপ।’ তাঁর এই আত্মবিশ্বাস ভেসে এসেছে সাম্প্রতিক পারফরম্যান্স থেকেও। টানা দুটি সিরিজ জয়ে উজ্জীবিত টাইগাররা এবার নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় মহাদেশীয় মঞ্চে।

 

এশিয়া কাপে নামার আগে বাংলাদেশের সামনে আরেকটি সিরিজও রয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে দল। ওই সিরিজকেই মূল প্রতিযোগিতার আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন খেলোয়াড়রা।

 

দলের বাইরে থেকেও ক্রিকেট বোর্ডের কর্তাদের কণ্ঠে শোনা যাচ্ছে একই আত্মবিশ্বাস। বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান কিছুদিন আগে বলেছিলেন, এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং তিনি শতভাগ নিশ্চিত এ ব্যাপারে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের এই বিশ্বাস যেন এক সুতোয় বাঁধা হয়ে গেছে।