বিসিবিতে যোগ দিতে আজ দেশে আসছেন অ্যালেক্স মার্শাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১১:১৫

শেয়ার

বিসিবিতে যোগ দিতে আজ দেশে আসছেন অ্যালেক্স মার্শাল
বিসিবির অ্যান্টি করাপশন পরামর্শক হিসেবে আসছেন অ্যালেক্স মার্শাল। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতির জায়গা যেন বারবারই আলোচনায় উঠে আসে। ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিন ধরে কাজ করছে নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) মাধ্যমে। তবে শুধু স্থানীয় পর্যায়ে নয়, ঘরোয়া টুর্নামেন্টেও নিয়ন্ত্রণ পুরোপুরি নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতায় নতুন ভরসা হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

 

মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নেবেন মার্শাল। আজ (১৮ আগস্ট) তিনি ঢাকায় এসে পৌঁছাবেন এবং আগামী কয়েকদিন ধরে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টসহ আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ করবেন। একই সঙ্গে বিসিবির দুর্নীতি দমন কাঠামো এতদিন কীভাবে কাজ করেছে, তা নিয়েও ধারণা নেবেন তিনি।

 

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সম্প্রতি বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও কার্যকর ও শক্তিশালী করে গড়ে তুলতেই এই উদ্যোগ। স্থানীয় টুর্নামেন্টে আমরা যে বাস্তবতার মুখোমুখি হই, তার সঙ্গে তাল মিলিয়ে আকুর কাঠামোকে ঢেলে সাজানো জরুরি। এজন্য আমরা আইসিসির সাবেক অভিজ্ঞ কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।”

 

মার্শালের ক্যারিয়ারও এই কাজের জন্য যথেষ্ট প্রাসঙ্গিক। যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা থাকার পাশাপাশি ২০১৭ সালে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। সেখানে দায়িত্ব পালনের সময়ে আন্তর্জাতিক পর্যায়ে ফিক্সিং দমন ও নানামুখী তদন্তে নেতৃত্ব দিয়ে সুনাম কুড়িয়েছেন তিনি।

 

তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিবি আশা করছে আকুর কার্যক্রম আরও শক্তিশালী হবে। বিশেষ করে ঘরোয়া লিগে ফিক্সিং ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে তাঁর কৌশল হবে কার্যকরী।