রাজ্জাকের চোখে ‘এ’ দলের সম্ভাবনায় যারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ২০:৫৮

শেয়ার

রাজ্জাকের চোখে ‘এ’ দলের সম্ভাবনায় যারা
'এ' দলের পারফরম্যান্সে নজর রাখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত।

ডারউইনের টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্সকে ঘিরে এবার আলোচনায় এসেছেন দলের সঙ্গে থাকা জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। দলের ক্রিকেটারদের কাছ থেকে কাছেই পর্যবেক্ষণ করছেন তিনি, যেন কারা ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতো সামর্থ্য রাখে তা বুঝে নিতে পারেন। আসলে ‘এ’ দল সবসময়ই জাতীয় দলে ওঠার সিঁড়ি। তাই এই সিরিজের প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসই ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষা।

 

রাজ্জাক জানালেন, এখানে যারা খেলছেন তাদের প্রত্যেকেরই সুযোগ আছে জাতীয় দলে প্রবেশের। তিনি বললেন, এটাই তো আসলে ‘এ’ দল, যেখানে থাকার মানেই হলো খেলোয়াড়দের ভেতরে জাতীয় দলে খেলার সামর্থ্য আছে। যারা এখানে খেলছে, তাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ। নির্বাচক হিসেবে তার দায়িত্ব হচ্ছে সেসব পারফরম্যান্স খুঁটিয়ে দেখা এবং সঠিক সময়ে সঠিক জায়গায় সুযোগ করে দেওয়া।

 

এ পর্যন্ত কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে রাজ্জাকের। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তরুণ ওপেনার জিসান আলমকে। নেপালের বিপক্ষে ৪৬ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচে দলকে প্রতিযোগিতামূলক সংগ্রহ এনে দিয়েছিলেন তিনি। রাজ্জাকের মতে, জিসানের ব্যাটিং সেই ম্যাচের বাঁক ঘুরিয়ে দিয়েছিল এবং দলের ভরসা তৈরি করেছিল। প্রথম ম্যাচেও তার শুরুটা ছিল দারুণ। রাজ্জাক মনে করেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে এই ব্যাটারের জন্য।

 

জিসানের পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব এবং সাইফ হাসানের ব্যাটিংও রাজ্জাকের ভালো লেগেছে। যদিও তারা বড় কোনো ইনিংস খেলতে পারেননি, তবে ব্যাটিংয়ের ধরণ এবং শট সিলেকশনে ইতিবাচক দিক দেখছেন তিনি। নাইম শেখও ইনিংসের শুরুতে আশাব্যঞ্জক কিছু শট খেলেছিলেন। যদিও তিনি খুব বেশি সময় টিকে থাকতে পারেননি, তবুও নির্বাচক মনে করেন সঠিক জায়গায় ফোকাস করলে সে আবারও জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। আফিফকে নিয়ে রাজ্জাকের আলাদা আশাবাদ আছে, কারণ এই অলরাউন্ডার ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে খেলেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন।

 

তবে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে নুরুল হাসান সোহান। কিছুদিন ধরেই তাকে নিয়ে গুঞ্জন ছিল জাতীয় দলে ফেরার। শ্রীলঙ্কা সফরের আগে তার নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত জায়গা হয়নি। এরপর পাকিস্তান সিরিজেও বাদ পড়েন। তবে সোহান গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন, সেখানেও নিজের নেতৃত্বগুণ প্রমাণ করেছেন। এই সিরিজেও তিনি ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সামনে থেকে দলের সবাইকে অনুপ্রাণিত করছেন। রাজ্জাক মনে করেন, শুধু ব্যাটসম্যান বা উইকেটকিপার হিসেবে নয়, সোহানের ভেতরে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্যও রয়েছে। তিনি বলেন, কোনো খেলোয়াড় হঠাৎ করে জাতীয় দলে ঢুকে অধিনায়ক হয়ে যায় না, তবে সোহানের মতো কেউ যদি নিয়মিত পারফর্ম করে এবং সুযোগ পায়, তাহলে তার হাতে জাতীয় দলের নেতৃত্বও অর্পণ করা সম্ভব।