চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৮:৪৯

আপডেট: ১৭ আগস্ট, ২০২৫ ১৮:৫০

শেয়ার

চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
চার দিনের ম্যাচে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে বাংলাদেশ ‘এ’। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি সিরিজের উত্তাপ শেষে এবার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ ‘এ’ দল। সীমিত ওভারের ক্রিকেট শেষ করেই এবার তারা নামবে লম্বা ফরম্যাটের পরীক্ষায়। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ সামনে রেখে ঘোষণা করা হয়েছে ১৪ সদস্যের স্কোয়াড, যেখানে অভিজ্ঞতা আর উদীয়মান প্রতিভার সুন্দর সমন্বয় ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের কাঁধে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা ও শান্ত নেতৃত্বগুণের কারণে আস্থা রাখা হয়েছে তার ওপর। এর আগে অনূর্ধ্ব-১৯ স্তর থেকে শুরু করে বাংলাদেশ ‘এ’ দল পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন অঙ্কন, এবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে সেটিই কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি।

 

দলে রয়েছেন টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন একাধিক ক্রিকেটার। ওপেনার সাইফ হাসান, তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়, মিডল-অর্ডারের নির্ভরযোগ্য শাহাদাত হোসেন দিপু কিংবা ইয়াসির আলী চৌধুরী  সবাই আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা ফরম্যাটের স্বাদ পেয়েছেন। এদের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার কঠিন উইকেটে দলের জন্য বাড়তি ভরসা হতে পারে।

 

বোলিং ইউনিটেও রয়েছে ভারসাম্য। পেস আক্রমণ সামলাবেন হাসান মাহমুদ, যিনি ইতোমধ্যেই জাতীয় টেস্ট দলের নিয়মিত মুখ। তার সঙ্গে থাকবেন কয়েকজন প্রতিশ্রুতিশীল পেসার। স্পিন বিভাগে আছেন জাতীয় দলে খেলা নাঈম হাসান, আরেকদিকে রাকিবুল হাসানও অপেক্ষায় আছেন প্রথমবারের মতো লম্বা ফরম্যাটে নিজেকে প্রমাণ করার।

 

অভিষেকের অপেক্ষায় থাকা প্রতিভাবান ক্রিকেটাররাও জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করা অমিত হাসান প্রথমবারের মতো ‘এ’ দলে সুযোগ পেলেন। তার সঙ্গে দলে আছেন ইফতেখার হোসেন ইফতি, যিনি সাম্প্রতিক মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন। তরুণদের সঙ্গে সিনিয়রদের এই মিশ্রণ নিঃসন্দেহে চার দিনের ম্যাচে দলের গভীরতা বাড়াবে।

 

আগামী ২৮ থেকে ৩১ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কন্ডিশন, পরিবেশ ও প্রতিপক্ষের মান বিবেচনায় এটি বাংলাদেশের তরুণদের জন্য বড় ধরনের প্রস্তুতির মঞ্চ। জাতীয় দলে জায়গা পাকা করার আগে এমন ম্যাচগুলোই তাদের জন্য হয়ে ওঠে আত্মপ্রকাশের শ্রেষ্ঠ মঞ্চ। একই সঙ্গে বিসিবির পরিকল্পনায়ও ‘এ’ দল সবসময়ই থাকে ভবিষ্যৎ জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ গড়ে তোলার কেন্দ্রবিন্দুতে।

 

একনজরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসাইন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরী, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক, হাসান মাহমুদ।