স্কর্চাসকে মাত্র ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ‘এ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৭:২৮

আপডেট: ১৭ আগস্ট, ২০২৫ ১৭:৫০

শেয়ার

স্কর্চাসকে মাত্র ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ‘এ’
আফিফের দৃঢ়তায় মান বাচানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ব্যাটিংয়ের দৈন্যদশায় মাত্র রান তুলতে পেরেছে বাংলাদেশ ‘এ’। ব্যাটফ্লিপ জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যপ্টেন নুরুল হাসান সোহান। ব্যাটারদের নিদারুণ ব্যর্থতার দিনে একমাত্র আফিফ হোসেন ছিলেন ব্যাতিক্রম। তার অপরাজিত ৪২ রানের সঙ্গে টেল-এন্ডার মৃত্যুঞ্জয় ও রাকিবুল হাসানের ঝড়ো ক্যামিওতে কোনোমতে ১২৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

 

গত ম্যাচে ২৫ রান করে আবার চিরচেনা রূপে ফিরেছেন নাঈম শেখ। ৬ বলে মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নের আরাম কেদারায় চলে যান এই ওপেনার। দারুণ ছন্দে থাকা জিসান আলমও এদিন সুবিধা করতে পারেননি। বলের লেন্থ বুঝতে না পেরে ১৩ বলে ৯ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ড্যাশিং ওপেনার। 

 

১০ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’। ম্যাচে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি সোহানের দল। সাইফ হাসানো মাত্র ১ রান করে বিদায় নিলে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৯ রান তোলে বাংলাদেশ। 

 

স্কর্চার্সের অস্ট্রেলিয়ান বোলারদের সামনে আজ জবুথবু হয়ে পড়েন সব ব্যাটার। একের পর এক বল নষ্ট করেও রান পাচ্ছিলেন না কেউই। মাহিদুল ইসলাম অঙ্কন ১১ বল খেলে করতে পেরেছেন মোটে ৬ রান। ধৈর্য্য হারিয়ে ক্যাচ তুলে দিয়ে অস্বস্তির অবসান ঘটান অঙ্গন। ক্যাপ্টেন সোহান ১৬ বল মোকাবেলা করে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেননি। তার ১৪ রানের ইনিংস থামে স্পুরসের বলে এলবিডব্লিউ হয়ে। 

 

সোহানের বিদায়ে ৬৬ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জাজনক সংগ্রহের ভয় উঁকি দিচ্ছিল টাইগার শিবিরে। আফিফ হোসেন টেস্ট মেজাজে ক্রিজ আঁকড়ে খেলতে থাকেন। মাত্র ৮৫ স্ট্রাইকরেটে ৪৯ বলে মাত্র ৪২ রান করলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। 

 

আফিফকে কোনো ব্যাটার যোগ্য সঙ্গ না দিতে পারলেও শেষদিকে মৃত্যুঞ্জয়ের ৮ বলে ১ ছক্কায় ১৪ রান আর বাঁহাতি স্পিনার রাকিবুলের ২ ছক্কায় মাত্র ৫ বলে ১৬ রানের ক্যামিওতে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশ ‘এ’। রাকিবুল রানআউটের শিকার না হলে স্কোরবোর্ডে আরো ১০ রানের মত যোগ হতে পারত।

 

স্কর্চার্স বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ব্রাইস জ্যাকসন। টাইগার বোলারদের হাতে নির্ভর করছে এখন ম্যাচের ভাগ্য।