প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন মুশতাক আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন মুশতাক আহমেদ
মুশতাক এলেন, পূর্ণতা পেলো টাইগারদের ক্যাম্প। ছবি: সংগৃহীত।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। মিরপুরে কয়েকদিন ধরে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা, তবে এতোদিন কোচিং স্টাফে ছিলো একটি শূন্যতা। সেই অপেক্ষার অবসান হলো অবশেষে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ যোগ দিয়েছেন টাইগারদের ক্যাম্পে।

 

পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার শুরু থেকেই দলে থাকার কথা ছিল। তবে প্রধান কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ শন টেইট ও পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড সময়মতো আসলেও মুশতাক ছিলেন অনুপস্থিত। এবার তার যোগদানে পূর্ণতা পেলো পুরো টিম ম্যানেজমেন্ট।

 

বাংলাদেশ দল ৬ আগস্ট থেকে শুরু করেছিল ফিটনেস অনুশীলন। এরপর ১৫ আগস্ট থেকে যোগ হয় স্কিল ট্রেনিং পর্ব। ক্যাম্পের প্রথম ধাপ শেষ হবে ঢাকায়, ২০ আগস্ট পর্যন্ত। এরপর দলের গন্তব্য সিলেট, যেখানে অপেক্ষা করছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 

ডাচরা বাংলাদেশে আসবে ২৬ আগস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩০ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই সন্ধ্যায় আলোকোজ্জ্বল পরিবেশে মাঠে গড়াবে।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল সাজানোর কৌশল নিয়েই ব্যস্ত কোচিং স্টাফ। বিশেষ করে স্পিন বিভাগে ভরসা রাখতে চাইছে বাংলাদেশ, যেখানে মুশতাক আহমেদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা হবে গুরুত্বপূর্ণ। তার উপস্থিতিতে এখন স্পিনারদের আলাদা করে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

 

এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। তাই মিরপুর ও সিলেটের ক্যাম্পে থাকবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং  তিন বিভাগকেই সমান গুরুত্ব। মাঠের ভেতরে যেমন ঘষামাজা হবে, তেমনি মানসিক প্রস্তুতিও গড়ে তুলবে দল।

 

দীর্ঘদিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে ছোট ম্যাচের অনুশীলন হিসেবে দেখছে বাংলাদেশ। এখানেই দল চূড়ান্ত করতে চাইবেন কোচ সিমন্স ও তার সহকারীরা।