২০২৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ২১:০৫

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ২১:০৭

শেয়ার

২০২৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত
২০২৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারে লড়বে টাইগার যুবারা। ছবি: সংগৃহীত।

২০২৬ সালে বসছে অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে ১৬টি দল নিয়ে শুরু হবে তরুণ প্রতিভাদের এই মহাযজ্ঞ। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে দলীয় তালিকা। এবারও সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল, যাদের লক্ষ্য ২০২০ সালের পর আবারও শিরোপা ঘরে তোলা।

 

গত আসরে শীর্ষ দশে থাকার সুবাদে স্বয়ংক্রিয়ভাবেই টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে আরও কয়েকটি দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়েও ছিল নিশ্চিত তালিকায়। ফলে নতুন করে বাছাইপর্ব খেলতে হয়নি এসব দেশকে।

 

আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসেছে আরও পাঁচ দল। আফ্রিকার প্রতিনিধিত্ব করবে তানজানিয়া, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ থেকে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এভাবেই পূর্ণ হলো বিশ্বকাপের ১৬ দেশের ছবি।

যদিও অংশগ্রহণকারী দলগুলো নিশ্চিত হয়ে গেছে, তবে এখনো প্রকাশ হয়নি গ্রুপ ভাগাভাগি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে শুরু হবে আসল লড়াই, সেমিফাইনাল ও ফাইনালের টিকিট। তাই বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, সেই অপেক্ষায় থাকতে হবে আইসিসির চূড়ান্ত ড্র ঘোষণার দিন পর্যন্ত।

 

বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দল এই মুহূর্তে ফর্মের তুঙ্গে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও একই প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতেছে যুবারা। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা নামছে বিশ্বমঞ্চে।