শিরোনাম
.jpg)
দ্বিতীয় ম্যাচে স্বস্তির জয় পেল সোহানের দল। ছবি: সংগৃহীত।
ডারউইনে হতাশাজনক শুরুর পরই দেখা গেল ভিন্ন চিত্র। ব্যাট হাতে জিসান আলম ও আফিফ হোসেনের ঝলক, পরে রাকিবুল হাসানের ঘূর্ণি স্পিন, ব্যাটে-বলে দুরদান্ত পারফরম্যান্সে নেপালকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল পেল ২৯ রানের স্বস্তির জয়। টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল নুরুল হাসান সোহানের দল।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জিসান আলমের ফিফটি ও আফিফ হোসেনের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ। ১৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৫৪ রানে থেমে যায় নেপালের ইনিংস।
বড় লক্ষ্য তাড়ায় নেমে কুশল মাল্লা ছাড়া কেউই কার্যকর ভূমিকা রাখতে পারেননি। নেপালের ব্যাটাররা সবাই মন্থর গতিতে খেলছিলেন। খেলা দেখে মনে হচ্ছিল যেন দ্রুত উইকেট না হারিয়ে পুরো ২০ ওভার খেলার লক্ষ্যেই তারা ব্যাট করছেন।এর সাথে ছিল নিয়মিত উইকেট পতন।
ব্যাতিক্রম ছিলেন একমাত্র কুশল মাল্লা। পুরো ইনিংস জুড়ে দেখে শুনে খেলেও ৭টি বাউন্ডারি বের করতে সমর্থ হয়েছেন। ৪৭ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন কুশল। কিন্তু আর কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। বলার মত শুধু ২৪ বলে ২৮ রান করেন ওপেনার আসিফ শেখ।
টাইগার বোলারদের মধ্যে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রাকিবুল। অবশ্য দুর্ভাগ্যজনকভাবে তাকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়। হাসান মাহমুদ নিয়েছেন ২টি উইকেট।
আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৮৬/৬ (জিসান ৭৩, আফিফ ৪৮*, নাঈম ২৫; ধাকাল ২/৩৪, লামিচান ১/২১)
নেপাল: ২০ ওভারে ১৫৪/৭ (মাল্লা ৫৯*, আসিফ ২৮; রাকিবুল ৩/১৮, হাসান মাহমুদ ২/৩৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৩২ রানে জয়ী।
আরও পড়ুন: