আফগানিস্তান সিরিজের ভেন্যু-সূচি চূড়ান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৯:০২

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৯:০৫

শেয়ার

আফগানিস্তান সিরিজের ভেন্যু-সূচি চূড়ান্ত
এশিয়া কাপের পরই মাঠে গড়াবে বাংলাদেশ–আফগানিস্তান সিরিজ। ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের মাঠে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। চলতি বছরের অক্টোবরেই আয়োজন করা হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে সিরিজ। সিরিজটি মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই, তবে আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

 

এ আয়োজন আসলে গত বছরের স্থগিত হওয়া সিরিজের ধারাবাহিকতা। বিসিবি সূত্র জানিয়েছে, দুবাইয়ের মাঠেই অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ। প্রথমে হবে টি-টোয়েন্টি সিরিজ, এরপর ওয়ানডে লড়াই। মাত্র ১৪ দিনের ভেতরে শেষ হবে পুরো সূচি। ধারণা করা হচ্ছে, ৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর শেষ হবে সিরিজ।

 

এই আয়োজনের সময়টা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, সেপ্টেম্বরে শেষ হবে এশিয়া কাপ, আর অক্টোবরের পরবর্তী সূচিতে রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ফলে এই সিরিজটি দুই বড় টুর্নামেন্টের মাঝে ব্যস্ত সূচির ভেতরে হলেও ভিন্ন মাত্রা যোগ করবে।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে দুই দলের মধ্যে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সূচি ব্যস্ততায় সিরিজটি স্থগিত করা হয়। অবশেষে সেই অপেক্ষারই অবসান ঘটতে যাচ্ছে অক্টোবরে।