শিরোনাম
.jpg)
ফিটনেস ক্যাম্প শেষে এবার টেকনিকে শান দেয়ার পালা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের প্রস্তুতিকে সামনে রেখে ফিটনেস অনুশীলনের ধাপ শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৬ আগস্ট শুরু হয়ে গত বুধবার শেষ হওয়া বিশেষ ফিটনেস ক্যাম্পে শারীরিক সক্ষমতা ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। একদিনের বিশ্রামের পর আজ শুক্রবার দুপুরে শুরু হচ্ছে স্কিল অনুশীলনের নতুন অধ্যায়।
বিকেল ২টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই শুরুর আগে থাকবে বিশেষ সেশন। এদিনই প্রথমবার টাইগারদের সঙ্গে কাজ করবেন নবনিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, যিনি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে এই ভূমিকা পালন করেছেন। তার অধীনে ব্যাটসম্যানরা বড় শট খেলার কৌশল ও পাওয়ার হিটিং স্কিল শানাবেন।
বর্তমান সূচি অনুযায়ী ঢাকায় এই স্কিল অনুশীলন চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এরপর দল যাবে সিলেটে, যেখানে ২০ আগস্ট থেকে লাক্কাতুরা মাঠে আবার শুরু হবে অনুশীলন। এর আগে একদিন বিরতি পাবে দল।
ফিটনেস ক্যাম্পে কোচিং স্টাফদের মধ্যে সরাসরি দায়িত্বে ছিলেন কেবল ট্রেনার নাথান কেলি। বাকিরা ছিলেন ছুটিতে। প্রধান কোচ ফিল সিমন্স আজ ঢাকায় ফিরছেন এবং আগামীকাল থেকে দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে।
এশিয়া কাপের মূল লড়াইয়ের আগে প্রস্তুতির শেষ ধাপ হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলতি মাসের শেষ দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজের সব ম্যাচ। এটিই হবে লিটন কুমার দাসদের জন্য চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ, যেখানে দল গঠন ও কৌশল নিয়ে শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলতে পারবেন সিমন্স ও তার সহকারীরা।
আরও পড়ুন: