শিরোনাম
.jpg)
বড় হারে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ 'এ'। ছবি: সংগৃহীত।
ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ ‘এ’ দলের জন্য শুরু হয়েছিল রোমাঞ্চকরভাবে, শেষ হয়েছিল হতাশায়। পাকিস্তান শাহীন্সের দেওয়া ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করলেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের দল হারল ৭৯ রানে।
লক্ষ্য তাড়ার প্রথম ওভারেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তবে এই ধাক্কায় থেমে থাকেনি দল। দ্বিতীয় উইকেটে জিসান আলম ও সাইফ হাসান প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে মাত্র ৪ ওভারে তুলে ফেলেন ৫০ রান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৭৪, যা লক্ষ্য তাড়ায় প্রয়োজনীয় গতি এনে দিয়েছিল।
দুই ব্যাটারের ব্যাটে আসে বিধ্বংসী শট। মাত্র ৩৮ বলে দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৮৬ রান। ১৭ বলে ৩৩ রান করে ছক্কা মারতে গিয়ে আউট হন জিসান। অন্য প্রান্তে সাইফ খেলেন দারুণ ইনিংস ৩২ বলে ৫৭ রান, যেখানে ছিল ৫ চার ও ৩ ছক্কা।
কিন্তু এখানেই ব্যাটিং থমকে যায়। তৃতীয় উইকেটের পতনের পর কেউই আর জ্বলে উঠতে পারেননি। অধিনায়ক সোহান কিছুটা চেষ্টা করেন (১৬ বলে ২২ রান), কিন্তু মাঝ ও নীচের সারির ব্যাটাররা ব্যর্থ হন সম্পূর্ণভাবে। শেষ দিকে মাত্র ৮ রানে হারায় ৫ উইকেট, এবং ১৯ বল বাকি থাকতেই ১৪৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে সমান তিনটি করে উইকেট নেন ফয়সাল আকরাম ও সাদ মাসুদ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শাহীন্সের টপ অর্ডার মেলে ধরেছিল রান উৎসব। ওপেনার খাজা নাফায় ও ইয়াসির খান প্রথম পাওয়ার প্লেতে যোগ করেন ৬৯ রান। ১০ ওভারেই তাদের জুটি একশ পেরিয়ে যায়। নাফে ৩১ বলে ৬১ রান করার পর রান আউটে বিদায় নেন। ইয়াসির খেলেন ৪০ বলে ৬২ রানের ইনিংস, কট বিহাইন্ড হয়ে ফেরেন মাহফুজুর রাব্বির বলে।
তৃতীয় উইকেটে ২৩ বলে ৪৯ রান আসে সৈয়দ আব্দুল সামাদ ও মোহাম্মদ ফাইকের ব্যাটে। ফাইক আউট হওয়ার পরও থামেননি সামাদ। ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। অধিনায়ক ইরফান খান যোগ করেন ১২ বলে ২৫।
বাংলাদেশের বোলারদের দিনটা ছিল খরুচে। হাসান মাহমুদ ছিলেন তুলনামূলক কৃপণ (৪ ওভারে ৩৪ রান), কিন্তু বাকিদের ইকোনমি রেট ছিল ৯ থেকে ১৩-এর মধ্যে। রিপন ৪৫, রকিবুল ৪৩, মৃত্যুঞ্জয় ৩৯, মাহফুজুর ৩৯ ও সাইফ হাসান ২৬ রান দেন মাত্র এক ওভারে।
আরও পড়ুন: