সোহানদের ২২৮ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান শাহীন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১৭:২৭

আপডেট: ১৪ আগস্ট, ২০২৫ ১৭:৪৯

শেয়ার

সোহানদের ২২৮ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান শাহীন্স
টস জিতে আগে ব্যাট করেছে পাকিস্তান শাহীন্স। ছবি: সংগৃহীত।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (১৪ আগস্ট) পাকিস্তান শাহীন্সের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’।  অস্ট্রেলিয়ার মারারা ওভাল গ্রাউন্ডে টসভাগ্য খারাপ ছিল ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। আগে বোলিংয়ে নেমে শাহীন্সের ব্যাটারদের কাছে তুলোধুনো হয়েছে বাংলাদেশের বোলাররা। তিন অর্ধশতকে, ৪উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৭ রানের বিশাল সংগ্রহ তোলে পাকিস্তান। এখন ট্রফি’র লক্ষ্যে জিততে যাওয়া সোহান বাহিনীর জন্য জিততে হলে টপকাতে হবে শাহীন্সের বিশাল রানের পাহাড়। 

 

শাহীন্সের দুই ওপেনার মিলেই বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন। মারারা ওভাল গ্রাউন্ডের দ্রুত  আউটফিল্ডে শাহীন্সের ব্যাটাররা স্বাচ্ছন্দে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। গত বিপিএলে দারুণ পারফর্ম করা খাজা নাফায় ৮ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে মাত্র ৩১ বলে করেন ৬১ রান। সঙ্গে সমানতালে ব্যাট চালিয়েছেন ইয়াসির খান। 

 

এই দুই ওপেনারকে থামতেই পারছিল না বাংলাদেশের কোনো বোলার। ইনিংসের দ্বাদশ ওভারে তাই নিজেরাই উইকেট বিলিয়ে দিয়ে আসার সিদ্ধান্ত নিলেন শাহীন্সের ব্যাটাররা। ইয়াসির খান সিঙ্গেল নেওয়ার জন্য ডেকে নিজেই উলটো ঘুরলে, বিপদে পড়েন খাজা নাফায়। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে ফেরার আগে ব্যাট ছুঁড়ে ইয়াসির খানের ওপর ক্ষোভ ঝাড়েন এই ওপেনার। ১১৮ রানে থামে শাহীন্সের ওপেনিং জুটি। 

 

ইয়াসির খান ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬২ রানে মাহফুজুর রাব্বির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর শুরু হয় আব্দুল সামাদের তান্ডব। মুড়ি-মুড়কির মত ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের বোলারদের চোখে সর্ষেফুল দেখান সামাদ। ৫ ছক্কা ও ১ চারে ৫৬ রানে অপরাজিত থাকেন আব্দুল সামাদ। 

 

শাহীন্সের ক্যাপ্টেন ইরফান খান ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে করেন ২৫ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৪  উইকেট হারিয়ে ২২৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান শাহীন্স। 

 

শাহীন্স ব্যাটারদের কাছে সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছেন রিপন মন্ডল। ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন এই মিডিয়াম পেসার। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ১টি উইকেট নিয়ে দিয়েছেন ৪৩ রান। ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং এবং মাহফুজুর রাব্বিও। সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছেন হাসান মাহমুদ। সাইফ হাসান ১ ওভার বল করেই দিয়েছেন ২৬ রান!

 

একঝাঁক অলরাউন্ডার নিয়ে সাজানো বাংলাদেশ ‘এ’ বল হাতে নাস্তানাবুদ হওয়ার পর ব্যাট হাতে জবাব দেওয়ার প্রত্যাশাই থাকবে সোহান বাহিনীর।