এনামুল হক বিজয়ের সামনে আরো এক সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১৩:৩৬

শেয়ার

এনামুল হক বিজয়ের সামনে আরো এক সুযোগ
‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত।

রান খরায় জর্জরিত সময় পার করলেও আবারও সুযোগ পাচ্ছেন এনামুল হক বিজয়। ব্যাট হাতে দীর্ঘদিন বড় ইনিংসের দেখা না পেলেও নির্বাচকরা এবারও রেখেছেন তাকে পরিকল্পনায়। আগামী ২৮ থেকে ৩১ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দলের অংশ হিসেবে দেশ ছাড়বেন এই ৩২ বছর বয়সী ওপেনার।

 

শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে ভয়ানক ব্যর্থতার পরিচয় দেন বিজয়। দুটি শূন্য, একটি এক অঙ্কের স্কোর আর অনিশ্চিত ১৯ রানের ইনিংস এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে নির্বাচকরা হাল ছাড়েননি। কারণ, ২০২৬ সালের আগস্টে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এখন থেকেই সম্ভাব্যদের ঝালাই করছে বিসিবি। সেই সম্ভাব্যদের মধ্যেই রয়েছেন বিজয়।

 

বিজয়সহ ইফতেখার হোসেন, আমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ, এই ছয় ক্রিকেটার ১৭ ও ১৮ আগস্ট দুই দলে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। তারা সরাসরি দক্ষিণ অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি নেবেন চারদিনের ম্যাচের জন্য।

 

এদিকে নুরুল হাসান সোহানের নেতৃত্বে ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটার আগেই অস্ট্রেলিয়ায় রয়েছেন টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। বিসিবির সূত্র মতে, পেসার হাসান মাহমুদ চারদিনের ম্যাচে অংশ নেবেন। একই সঙ্গে সাদা বলের অভিজ্ঞতার পাশাপাশি লাল বলেও খেলার অভিজ্ঞতা থাকা ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান ও উইকেটকিপার-ব্যাটার মহিদুল ইসলাম এদেরও সুযোগ দেওয়া হতে পারে।

 

নির্বাচকদের পরিকল্পনা স্পষ্ট যারা এখনই বা নিকট ভবিষ্যতে জাতীয় টেস্ট দলে জায়গা করে নিতে পারেন, তাদেরকে বিদেশের কন্ডিশনে খেলিয়ে গড়ে তোলা। অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আগামী দিনের জন্য বড় প্রস্তুতি হবে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

 

বিজয়ের জন্য এই সফর শুধুই একটি ম্যাচ নয়, বরং নিজেকে আবারও প্রমাণ করার বড় মঞ্চ। শ্রীলঙ্কায় ব্যর্থতার ধাক্কা কাটিয়ে ফেরা সহজ হবে না, তবে লাল বলের ফরম্যাটে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়তো তাকে নতুন ছন্দ খুঁজে পেতে সাহায্য করবে। চারদিনের ম্যাচে ভালো পারফরম্যান্স করলে শুধু আত্মবিশ্বাসই ফেরানো যাবে না, বরং জাতীয় দলের দরজাও আবার খুলে যেতে পারে তার জন্য।