‘ঠিকানা’য় ফারুককে নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:০৪

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:১৬

শেয়ার

‘ঠিকানা’য় ফারুককে নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
বিসিবি সভাপতির পদ থেকে ফারুককে অপসারণের বিষয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত।

রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ। কিন্তু বোর্ডের সর্বোচ্চ পদে তাঁর মেয়াদ স্থায়ী হয়নি দীর্ঘ সময়। চলতি বছরের মে মাসে তাঁকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

 

সম্প্রতি এক টকশোতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ফারুককে সরিয়ে দেওয়ার পেছনের কারণগুলো নিয়ে। তাঁর দাবি, ক্রিকেটের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলেই ফারুককে বোর্ডে আনা হয়েছিল এবং এনএসসির কোটায় পরিচালক করার পর তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু বোর্ডে থাকা ৯ জন পরিচালকের মধ্যে ৮ জন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন ফারুক গঠনতন্ত্র মেনে সিদ্ধান্ত নিচ্ছেন না, বরং স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছেন।

 

বিপিএল আয়োজন নিয়েও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আসিফ মাহমুদ জানান, বিপিএল নিয়ে মন্ত্রণালয়ের গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির রিপোর্ট সভাপতিকে সরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দল পরিচালনার সক্ষমতা নিয়ে আগেই সতর্ক করা হলেও সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। এর পরিণতিতে দলগুলো দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হয়, যা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত করে।

 

সাবেক সভাপতির মনোযোগ নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়নের চেয়ে কীভাবে পরবর্তী নির্বাচনে সভাপতি হয়ে আসা যায়, ক্লাব নিয়ন্ত্রণে আনা যায় এবং ব্যবসায়িক স্বার্থে অগ্রাধিকার দেওয়া যায় এসবের প্রতিই তাঁর আগ্রহ ছিল বেশি।’ তিনি আরও জানান, মন্ত্রণালয়ের এখতিয়ার রয়েছে এনএসসির মনোনয়ন প্রত্যাহার করার, এবং সেই বিধান মেনেই নতুন মনোনয়ন দিয়ে বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড সভাপতি করা হয়েছে।