সামিউনের আদর্শ সাকিব, রিজানের প্রেরণা স্টোকস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৬:৩৪

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

সামিউনের আদর্শ সাকিব, রিজানের প্রেরণা স্টোকস
অনূর্ধ্ব-১৯ দলের রিজান হোসেন (বাঁয়ে) ও সামিউন বশির। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলে উঠতি দুই মুখ এখন আলোচনায় বাঁহাতি স্পিন অলরাউন্ডার সামিউন বশির ও পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন। দু’জনের খেলাই ভিন্ন ধাঁচের, কিন্তু লক্ষ্য এক বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে ওঠা। 

 

সামিউন বশিরের ব্যাটিং পজিশন চার-পাঁচ, বোলিং বাঁহাতি স্পিন যা অনেকটা কিংবদন্তি সাকিব আল হাসানের শুরুর দিনের মতো। কুষ্টিয়ার ছেলে সামিউনের বেড়ে ওঠা জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নামে প্রতিষ্ঠিত একাডেমিতে। বড় ভাই কাজী ইকরামুল বাশারের কোচিংয়ে শানিত প্রতিভা নিয়ে তিনি পা রাখেন লিস্ট ‘এ’ ক্রিকেটে, অভিষেক ম্যাচেই নেন ৫ উইকেট। অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে ব্যাট ও বলে সমান দক্ষতার প্রমাণ দেন; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানের নাটকীয় জয়ে ৩৯ বলে ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। সাকিবকে অনুকরণ করলেও ছবি তোলায় অনাগ্রহী সামিউনের স্বপ্ন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে নিজের নাম দেখা।

 

অন্যদিকে, টাঙ্গাইলের রিজান হোসেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ ভাণ্ডারে বিরল সম্পদ। বাবার কোচিংয়ে ক্রিকেট শেখা শুরু করে পেরিয়ে এসেছেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ধাপ। রিজানের ক্রিকেটীয় প্রেরণা ইংল্যান্ডের বেন স্টোকস। নিজের ঘরে ও ফোনে স্টোকসের অসংখ্য ছবি ঝুলিয়ে রাখা রিজান চেষ্টা করছেন প্রিয় তারকার চাপ সামলানোর ক্ষমতা অনুকরণ করতে। জিম্বাবুয়েতে অনূর্ধ্ব–১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৫ রান ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। তার স্বপ্নও আকাশছোঁয়া, বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া।

 

দু’জনের পথচলা কেবল শুরু হলেও তাদের মনোভাব, আত্মবিশ্বাস এবং পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা অলরাউন্ডারদের তালিকায় হয়তো খুব শিগগিরই যোগ হতে পারে এই দুই নাম।