তামিমের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ নাভিদ নাওয়াজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৩৭

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৬:১১

শেয়ার

তামিমের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ নাভিদ নাওয়াজ
তামিমের নেতৃত্বগুণে মুগ্ধ কোচ নাভিদ নাওয়ার। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যের ধারাবাহিকতা যেন থামছেই না। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে এবারের গৌরবের পালক যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে। এর আগে তার অধীনে এশিয়া কাপও জিতেছিল টাইগার যুবারা।

 

দেশে ফেরার পর বিমানবন্দরে দলের প্রধান কোচ নাভিদ নাওয়াজ এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। দীর্ঘ ও ক্লান্তিকর সফরে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।“৩০ দিনের মধ্যে ১১ ম্যাচ খেলেছি। ভ্রমণ, ট্রেনিং, ম্যাচ সব মিলিয়ে চ্যালেঞ্জিং ছিল। দক্ষিণ আফ্রিকার চেয়ে জিম্বাবুয়ের কন্ডিশন ভিন্ন ছিল। ছেলেরা দারুণ মানিয়ে নিয়েছে। প্রয়োজনের সময়ে প্রতিদিন কেউ না কেউ দায়িত্ব নিয়েছে, সেটাই সবচেয়ে আনন্দের।”

 

তামিমের নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা করতে কুণ্ঠা বোধ করেননি কোচ। “তামিম একজন ভালো লিডার, গত এক বছরে সে তা প্রমাণ করেছে। সে যথেষ্ট সামর্থ্যবান।”

 

নাভিদের কোচিংয়ে এর আগে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছিল বাংলাদেশ। এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন তিনি। তবে নিজের কৃতিত্ব ভাগ্যের ওপর নয়, পরিশ্রমের ওপরই দিলেন।“আমি ভাগ্যে খুব বেশি বিশ্বাস করি না (হাসি)। ছেলেরা এক বছরে অনেক পরিশ্রম করেছে। এখন আমরা পরিকল্পনা করে স্মার্টভাবে এগোতে চাই।”

 

আগামী লক্ষ্য ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। কোচের বিশ্বাস, সঠিক প্রস্তুতি নিলে সেই আসরেও বাংলাদেশের তরুণরা দারুণ কিছু করতে সক্ষম হবে।