শিরোনাম

পাকিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের জয়ে ম্যাচ না খেলেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন। ছবি: সংগৃহীত।
যুবাদের সাফল্যের সময় দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। এ বছরের মে মাসে প্রায় দুই দশক পর প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ দল। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে এক ধাপ উপরে উঠলেও, এবার না খেলেই ফের দশে নেমে গেছে মেহেদী হাসান মিরাজরা।
এই অবনমনের মূল কারণ ওয়েস্ট ইন্ডিজের উত্থান। র্যাঙ্কিংয়ের চারে থাকা পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়ে ৭৭ থেকে ৭৮ রেটিং পয়েন্টে উন্নীত হয়েছে ক্যারিবিয়ানরা। আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সমান পয়েন্টে থাকলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে ছিল বাংলাদেশ। এখন সরাসরি এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ নেমে গেছে দশে।
ওয়েস্ট ইন্ডিজ যদি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেও যায়, তবু তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। এই জয়ে পাকিস্তানও র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে, আর শ্রীলঙ্কা ১০৩ পয়েন্ট নিয়ে উঠে গেছে চারে। শীর্ষে রয়েছে ভারত (১২৪ পয়েন্ট), দুইয়ে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র্যাঙ্কিং বিশেষ গুরুত্বপূর্ণ। শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, বাকি ছয় দলকে বাছাইপর্বে লড়াই করে জায়গা করে নিতে হবে।
আরও পড়ুন: