শিরোনাম

শিরোপা জেতার লড়াইয়ে আগে ব্যাটিং করে ২৬৯ রান করেছে টাইগার যুবারা। ছবি: সংগৃহীত।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছে অনুর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ। আজ (১০ আগস্ট) প্রোটিয়া যুবাদের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে আজিজুল হাকিম তামিমের দল। টপ অর্ডারের দ্রুত বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে রিজানের ৯৫ রানের দুর্দান্ত ইনিংস, কালাম সিদ্দিকির ফিফটির সাথে মোহাম্মদ আব্দুল্লাহ আর সামিউন বশিরের কন্ট্রিবিউশনে প্রোটিয়াদের সামনে রানের ২৭০ রানের বড় লক্ষ্য দিয়েছে টাইগার ব্যাটাররা। টুর্নামেন্ট এ এখন পর্যন্ত ৩ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকাকে দু’বার হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচই ছিল লো-স্কোরিং, কিন্তু আজকে ফাইনালে মোটামুটি ভাল সংগ্রহ দাঁড় করিয়েছে। ত্রিদেশীয় সিরিজের শিরোপার বাকি লড়াইটা এখন বোলারদের।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। দশম ওভারে দলীয় ৪৪ রানে ১৬ রানে মাজোলার বলে উইকেটের পিছে ক্যাচ দিয়ে বিদায় হলে ৪১ রানে থামে ওপেনিং জুটি। দীর্ঘদিন ব্যাট হাতে ব্যর্থ জাওয়াদ আবরার ওপেনিংয়ে এক প্রান্ত আগলে খেললেও বাকিদের রান তুলতে কষ্ট হচ্ছিল। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ২৮ বল খেলে মাত্র ৭ রান করেই আউট, এবারো কট বিহাইন্ড, বোলার এমবাথা। সেই এমবাথাই বাংলাদেশকে তৃতীয় ‘ব্যাথা’ দেন জাওয়াদ আবরারকে রান আউট করে। ৪২ বলে ২১ রান তোলেন এই ব্যাটার।
৬৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া টাইগার যুবারা চতুর্থ উইকেট জুটিতে কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়াতে সমর্থ হয়। দেখে শুনে খেলে ১১২ রানের পার্টনারশিপ গড়েন কালাম-রিজান। ৭৫ বলে ৬৫ রান করে এমবাথার দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন কালাম সিদিকী।
এরপর মোহাম্মদ আব্দুল্লাহ ক্রিজে আসলে রিজান হোসেনের সঙ্গে গড়েন ৬৩ রানের পার্টনারশিপ। শুরুর দিকে রান তুলতে কষ্ট হলেও ১০০ ছুইঁছুঁই স্ট্রাইক রেটে সেঞ্চুরির পথে এগুচ্ছিলেন রিজান হোসেন। ৯৫ রানে দুর্ভাগ্যজনকভাবে দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় রিজানের। ৯৬ বলে খেলা তার ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। আবদুল্লাহ হাত চালিয়ে খেলে ৩৮ রানে অপরাজিত থাকেন আর সামিউন বশির করেন ৮ বলে ১৩রান।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে শেষ পর্যন্ত ৫উইকেটে ২৬৯ রান তুলতে সমর্থ হন টাইগার যুবারা। এখন কাজটা আল ফাহাদ-সামিউন বশির-সানজিদ মজুমদারদের।
আরও পড়ুন: