শিরোনাম

ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে আসছেন সাবেক আইসিসি অ্যান্টি–করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। ছবি: সংগৃহীত।
বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি দমনে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অ্যান্টি-করাপশন ইউনিটের (দুর্নীতি দমন ইউনিট) কার্যক্রম শক্তিশালী করতে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক আইসিসি অ্যান্টি–করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে। শনিবার (৯ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ছয় ঘণ্টাব্যাপী পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৭ সাল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রিটিশ এই বিশেষজ্ঞ। বৈশ্বিক ক্রিকেটে দুর্নীতি দমনে দীর্ঘ অভিজ্ঞতা থাকা মার্শাল আগামী এক বছর বিসিবির এসি ইউ কার্যক্রমের তত্ত্বাবধান করবেন, প্রশিক্ষণ দেবেন এবং নজরদারি জোরদার করবেন।
ইফতেখার রহমান মিঠু আরও জানান, বিপিএলের আগামী আসরে সরাসরি আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট দায়িত্ব পালন করবে, যাতে স্পট ফিক্সিংসহ সব ধরনের অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে কঠোর নজরদারি নিশ্চিত হয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সভা শেষে সাংবাদিকদের বলেন, "আমরা এক বছরের জন্য অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছি কারণ আমরা মনে করি আমাদের দুর্নীতি দমনের কার্যক্রম আরও উন্নত করতে হবে। তাদের আরও সতর্ক থাকতে হবে এবং আরও প্রশিক্ষণ নিতে হবে।"
তিনি আরো বলেন, “আমরা দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ পাচ্ছি। বসে থাকার সুযোগ নেই। তাই জনবল বাড়ানো, সঠিক প্রশিক্ষক আনা এবং এসি ইউ কার্যক্রমকে শক্তিশালী করার জন্যই অ্যালেক্সকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি। আমরা চাই, তিনি তার অভিজ্ঞতা দিয়ে আমাদের ইউনিটকে আরও কার্যকর করে তুলুন। তারা এটিকে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট বলে। তারাই পরের বিপিএল পরিচালনা করবে।”
বিপিএলের ইতিহাসে প্রায় প্রতিটি আসরেই স্পট ফিক্সিংয়ের গুঞ্জন শোনা গেছে। সর্বশেষ আসরের কিছু অভিযোগ তদন্তে ইতোমধ্যেই তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি, যার প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই প্রেক্ষাপটেই দুর্নীতি দমন কার্যক্রমে অভিজ্ঞ মার্শালকে দলে ভিড়িয়েছে বিসিবি।
আরও পড়ুন: