ফিটনেস টেস্টে সবার চেয়ে এগিয়ে ‘এলিট’ নাহিদ রানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৩:১৫

শেয়ার

ফিটনেস টেস্টে সবার চেয়ে এগিয়ে ‘এলিট’ নাহিদ রানা
নাহিদ রানা ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’ হিসেবে চিহ্নিত হয়েছেন পেসার নাহিদ রানা। গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে আজ (১০ আগস্ট) ভোরে অনুষ্ঠিত এই পরীক্ষায় দুই ভাগে অংশ নেন ক্রিকেটাররা।

 

দলীয় একটি সূত্রে জানা গেছে, প্রথম ভাগে অংশ নেওয়া ১১ জনের মধ্যে নাহিদ রানা সবার আগে দৌড় সম্পন্ন করেন। তাঁর সময় লেগেছে ৫ মিনিট ৩১ সেকেন্ড, যা বিসিবির নির্ধারিত ‘এলিট’ মানদণ্ডের মধ্যে পড়ে। দ্বিতীয় ভাগে অংশ নেওয়া ১৫ জনের মধ্যে সেরা ছিলেন তানজিম হাসান সাকিব, যার সময় ৫ মিনিট ৫৩ সেকেন্ড।

 

ফিটনেস পরীক্ষায় ক্রিকেটারদের ১ হাজার ৬০০ মিটার বিরতিহীনভাবে দৌড়াতে হয়। বিসিবি তিনটি মানদণ্ডে ফিটনেস স্তর নির্ধারণ করে। ৫ মিনিট ৪০ সেকেন্ড বা তার কম হলে ‘এলিট’, ৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড হলে ‘কম্পিটেন্ট’, আর এর বেশি সময় লাগলে ‘লিমিটেড’।

 

পরীক্ষায় বেশিরভাগ ক্রিকেটার অন্তত সন্তোষজনক (‘কম্পিটেন্ট’) মান ধরে রাখতে সক্ষম হয়েছেন। দু-একজন বাদে বাকিরা নির্ধারিত সীমার মধ্যে দৌড় শেষ করেন।

 

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় এই পরীক্ষায় ছিলেন না। এছাড়া প্রাথমিক স্কোয়াডে থাকা ‘এ’ দলের চার ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছেন, ফলে তারাও অনুপস্থিত ছিলেন।

 

যদিও সামনে কোনো টেস্ট ম্যাচ নেই, তবুও এই সংস্করণের সম্ভাব্য ক্রিকেটাররা পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ছিলেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, অমিত হাসান ও এনামুল হক। টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁরাও ফিটনেস পরীক্ষা দেন।

 

এই পরীক্ষা ছিল মিরপুরে অনুষ্ঠিত দুই দিনের ফিটনেস ক্যাম্পের ধারাবাহিকতা। বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ না করলেও নাহিদ রানার সেরা পারফরম্যান্স ইতিমধ্যেই আলোচনায় এসেছে।