ডিপিএলের প্রাইজমানি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ২১:১০

শেয়ার

ডিপিএলের প্রাইজমানি বাড়ছে
ডিপিএলে প্রাইজমানি বৃদ্ধি, ফিরতে পারে বিদেশিরা। ছবি: সংগৃহীত।

ঢাকার প্রিমিয়ার লিগে (ডিপিএল) আসছে মৌসুমে ক্লাবগুলোর জন্য প্রাইজমানি আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রস্তাব অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা যা আগের ১২ লাখ থেকে ৩ লাখ বেশি। রানার্সআপ প্রাইজমানিও বাড়তে যাচ্ছে, ১০ লাখ ৮০ হাজার টাকার বদলে হবে ১২ লাখ।

 

এখানেই শেষ নয়, দল সাজানোর জন্য টিম ম্যানেজমেন্টের বাজেটও দ্বিগুণ হতে যাচ্ছে। আগে প্রতিটি দল খেলোয়াড় বাছাই ও সাজানোর জন্য ক্লাব থেকে পেত ১৫ লাখ টাকা, সেটি বাড়িয়ে ৩০ লাখ করার উদ্যোগ নিয়েছে বিসিবি। জার্সি বানানোর বাজেটও বাড়বে আগের ২ লাখ থেকে তা হবে ৩ লাখ টাকা।

 

প্রাইজমানি ও সুবিধা বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি ডিপিএলে আবারও বিদেশি ক্রিকেটার ফিরিয়ে আনার আলোচনা শুরু হয়েছে। যদিও কয়জন বিদেশি খেলতে পারবেন তা এখনও নিশ্চিত নয়, বেশ কয়েকটি ক্লাব সিসিডিএমকে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) জানিয়েছে তারা দুই বিদেশি খেলানোর সুযোগ চায়। বিসিবি শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

 

এক সময় ডিপিএল বিদেশি তারকায় ভরপুর ছিল অরুণ লাল, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, মোহাম্মদ ইউসুফদের মতো কিংবদন্তিরা খেলেছেন এই টুর্নামেন্টে। সাম্প্রতিক বছরেও দীনেশ কার্তিক, এইউন মরগান, ডেভিড মালানরা অংশ নিয়েছেন। তবে ডলার সংকটের কারণে ২০২৩-২৪ মৌসুমে বিদেশি খেলানোর প্রথা বন্ধ হয়ে যায়, যা পরের মৌসুমেও বহাল ছিল।

 

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ডিপিএলে আবারও দেখা যেতে পারে বিদেশি ক্রিকেটারদের। প্রাইজমানি বাড়ানো এবং বিদেশি তারকা ফেরানোর এই উদ্যোগকে ঘিরে ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা তৈরির আশা করছে বিসিবি ও ক্লাবগুলো।