গামিনীর ঢালাও দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন ইমরুল 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৮:০৭

শেয়ার

গামিনীর ঢালাও দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন ইমরুল 
মিরপুরের সাবেক পিচ কিউরেটর গামিনী ডি সিলভার দুর্ব্যবহারে ক্ষুব্ধ ইমরুল কায়েস। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি মিরপুরের সাবেক পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন শেষে চাকরি হারানো এই শ্রীলঙ্কান কিউরেটরের আচরণ ও মনোভাব নিয়ে ইমরুলের কড়া সমালোচনা উঠে এসেছে। তার দাবি, গামিনী নিজের ক্ষমতার অপব্যবহার করতেন, খেলোয়াড় এবং মাঠকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, যা ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী।

 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরুল বলেন, “গামিনী নিজেকে খুবই ক্ষমতাবান ভাবত। খেলোয়াড়দের সঙ্গে তার দুর্ব্যবহার ছিল চোখে পড়ার মত। মাঠকর্মীদের সঙ্গে তার আচরণ আরও খারাপ ছিল, যেন তাদের মানুষই ভাবতো না। যখন আমি মিরপুরে আসতাম, খেলোয়াড়দের সঙ্গে তার আচরণ আমাকে অত্যন্ত কষ্ট দিত।” তিনি আরও যোগ করেন, “যে ধরনের মনোভাব গড়ে উঠেছে, সেটি বাংলাদেশের ক্রিকেটের জন্য হুমকিস্বরূপ। এই মানুষগুলো এভাবে চলতে পারে না।”

 

ইমরুল মনে করেন, একজন টেস্ট ক্রিকেটারকে অসম্মান করা মানে সারা জাতিকে অসম্মান করা। তিনি বলেন, “আমাদের ক্রিকেট সংস্কৃতিতে এমন মনোভাব থাকা উচিত নয়। খেলোয়াড়রা যখন অনুশীলনের অধিকার থেকে বঞ্চিত হয় এবং কিউরেটর তাদের অসম্মান করে, সেটা নিন্দনীয়। আমাদের সংস্কৃতি এখনো সেটি মেনে নেয়নি। যেদিন তা গড়ে উঠবে, সেদিনই বাংলাদেশ ক্রিকেট অনেক উপরে উঠবে।”

 

গামিনী ডি সিলভার সঙ্গে যদি কখনো দেখা হয়, তাহলে কি করবেন জানতে চাইলে তিনি জানান, “আমার বলার কিছুই নেই, বরং তাকে ধন্যবাদ জানাবো। আশা করব তার সঙ্গে আর দেখা হবে না, কারণ দেখা হলে হয়তো অন্যরকম অভিজ্ঞতা হবে।”