শিরোনাম

কঠিন শুরুর পর স্বস্তির জয় টাইগার যুবাদের। ছবি: সংগৃহীত।
জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৯ ত্রিদেশীয় সিরিজে দারুণ ছন্দে আছে বাংলাদেশ যুবারা। সিরিজে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। বুধবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
টাইগার যুবাদের বোলিং তোপে ১৪৭ রানের মধ্যেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম দিকে কিছুটা চাপে পড়লেও, সামিউন বশির ও মোহাম্মদ আব্দুল্লাহর অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে ভর করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ইনিংসের শুরুতে ওপেনার রিফাত বেগ এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। ৪৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফেরার আগে দেখেছেন অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পতনের মিছিল। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন বাঁহাতি পেসার বায়ান্ডা মাজোলা। তার সুনির্দিষ্ট লাইন-লেংথে বারবার বিপাকে পড়ে বাংলাদেশের শুরুর ব্যাটাররা।
দলীয় ৬৮ রানে রিফাত বেগ আউট হওয়ার পর ম্যাচে ফের লো-স্কোরিং লড়াইয়ের শঙ্কা তৈরি হয় যেমন হয়েছিল প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির।
এ সময় এক প্রান্তে টেস্ট মেজাজে খেলতে থাকেন আব্দুল্লাহ ৪৭ বলে ২০ রানের ধীরস্থির ইনিংস। অপর প্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দেন বশির। মাত্র ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত দু’জন অপরাজিত থেকে দলকে ২৯.৩ ওভারে জয় এনে দেন।
এর আগে বাংলাদেশের বোলাররা ম্যাচের ভিত গড়ে দেন দুর্দান্ত বোলিংয়ে। বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় তুলে নেন চার উইকেট। আল ফাহাদ ও সামিউন বশির ভাগ করে নেন দুটি করে উইকেট। প্রোটিয়ারা কোনো সময়ই বড় জুটি গড়তে পারেনি ফলে ৫০ ওভার পূর্ণ হওয়ার আগেই অলআউট হয় তারা।
আরও পড়ুন: