অস্ট্রেলিয়ায় শেখা নয় ট্রফির জন্য লড়বে ‘এ’ দল, জানালেন সোহান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ০০:০০

শেয়ার

অস্ট্রেলিয়ায় শেখা নয় ট্রফির জন্য লড়বে ‘এ’ দল, জানালেন সোহান
ট্রফির মিশন নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ‘এ’ দল, সংবাদ সম্মেলনে সোহানের প্রত্যাশা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া সফর কোনো সাধারণ ঘটনা নয়। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে জাতীয় দল আর সেদেশে খেলার সুযোগ পায়নি। শেষ দ্বিপক্ষীয় সিরিজও হয়েছে প্রায় ১৭ বছর আগে। এবার অবশ্য জাতীয় দল নয়, তবে জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

 

৭ দলের টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আগামী দুই দিনে দেশ ছাড়বে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। গতবার রানার্সআপ হয়েছিল হাই পারফরম্যান্স দল, আর এবার সোহানের ভাষায় লক্ষ্য শুধু একটি ট্রফি জেতা।

 

সংবাদ সম্মেলনে সোহান সোজাসাপটা বললেন, “শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। শেখা তো চলমান ব্যাপার। কিন্তু যেহেতু টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা এবং ট্রফি জেতা।”

 

অস্ট্রেলিয়ার কন্ডিশন যে বাংলাদেশের জন্য অপরিচিত, তা সবাই জানে। এই সফরে শুধু টি–টোয়েন্টি নয়, ২৮ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচও রয়েছে। কারণ, আগামী বছর অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ভাবনায় স্কোয়াডে রাখা হয়েছে নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো টেস্ট ক্রিকেটারদের।

 

তবে আপাতত সোহানের মনোযোগ টি–টোয়েন্টিতে, “আগামী বছর টেস্ট খেলব এটা বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। কিন্তু এখন মাথায় শুধু টি–টোয়েন্টি টুর্নামেন্টই ঘুরছে।”

 

দুই ধাপে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রথম ধাপে কয়েকজন ক্রিকেটার কাল, আর বাকিরা পরশু উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশে। এবার নুরুলদের লক্ষ্য স্পষ্ট অস্ট্রেলিয়ার মাঠে শেখা নয়, শিরোপা জয়।