জাতীয় দলে খেলাই প্রধান লক্ষ্য, জানালেন সোহান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৪:৪৯

শেয়ার

জাতীয় দলে খেলাই প্রধান লক্ষ্য, জানালেন সোহান
গ্লোবাল টি-টোয়েন্টি নয়, জাতীয় দলেই মনোযোগ সোহানের। ছবি: সংগৃহীত।

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে অংশ নেওয়া নিয়ে নুরুল হাসান সোহানকে ঘিরে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। কেউ বলেছিলেন, জাতীয় দলের সিরিজ চলাকালীন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্যই নাকি তিনি লাল-সবুজ জার্সি এড়িয়ে গেছেন। কিন্তু সেসব জল্পনা একদমই আমলে নিচ্ছেন না এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

 

বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সোহান, “প্রথমেই বলতে চাই, আমার প্রথম অগ্রাধিকার গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। জাতীয় দলে না থাকার কারণ গ্লোবাল লিগ নয়। শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়ার পর বাড়িতেই ছিলাম। তখন ভেবেছি, খেলার মধ্যে থাকাই ভালো।”

 

সোহান মনে করেন, খেলার বাইরে বসে থাকার চেয়ে বিদেশি লিগে অংশ নেওয়াই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত ছিল। “বাসায় বসে থাকার চেয়ে মাঠে থাকা ভালো। গ্লোবাল টি-টোয়েন্টি নিয়ে আমার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বিপিএলের দল রংপুর রাইডার্স কারও সঙ্গে কোনো আলাপ হয়নি যে জাতীয় দল বাদ দিয়ে ওখানে খেলব। দুই বিষয় সম্পূর্ণ আলাদা,” বলেছেন তিনি।

 

জাতীয় দলের বাইরে থাকলেও নিজেকে সবসময় প্রস্তুত রাখার চেষ্টা করেন এই ডানহাতি ব্যাটার। তাঁর ভাষায়, “প্রত্যেক খেলোয়াড়েরই অগ্রাধিকার জাতীয় দল। আমিও এর বাইরে নই। জাতীয় দলে ফেরার সুযোগ পেতে হলে নিজেকে খেলার মধ্যে রাখতে হবে।”

 

বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি কাঠামো নিয়েও আশাবাদী সোহান। গত বছর চালু হওয়া এনসিএল টি-টোয়েন্টির প্রশংসা করে তিনি বলেন, “আগে বিপিএল ছাড়া আর কোনো টি-টোয়েন্টি আসর ছিল না। এখন এনসিএল টি-টোয়েন্টি এসেছে, যা দারুণ উদ্যোগ। এর ফলে খেলোয়াড়রা অভিজ্ঞতা পাচ্ছে, বাইরের লিগে খেলার সুযোগও বাড়ছে।”

 

বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য মরিয়া হয়ে আছেন এই উইকেটরক্ষক-ব্যাটার, আর সেই লক্ষ্যে প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করাই এখন তাঁর একমাত্র ধ্যানজ্ঞান।