নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ২৩:০০

শেয়ার

নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
এশিয়া কাপের আগে তিন ম্যাচের ডাচ পরীক্ষা। ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক সূচির জটিলতায় যখন একের পর এক সিরিজ বাতিল হচ্ছে বা পেছাচ্ছে, তখনই যেন এক চমক উপহার দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সফর বাতিল হওয়ার শূন্যতা পূরণে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। আগস্টের শেষদিকেই তিন ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

 

নতুন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে বিসিবি। ডাচরা বাংলাদেশে পা রাখবে ২৬ আগস্ট, সেদিনই যাবে সিলেটে। ঐ দিনই থাকবে ঐচ্ছিক বিশ্রাম বা অনুশীলনের সুযোগ। এরপর ২৮ ও ২৯ আগস্ট মাঠে গড়াবে অনুশীলন। মূল লড়াই শুরু ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায়।

 

১ সেপ্টেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি, আর সিরিজের শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর। তিন ম্যাচের এই সিরিজ শেষ করেই পরদিন, অর্থাৎ ৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে ডাচ ক্রিকেটাররা।

 

এদিকে, সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলও পিছিয়ে নেই। ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রাথমিক স্কোয়াডের ফিটনেস ক্যাম্প। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং এবং ২০ আগস্ট থেকে সিরিজভিত্তিক ক্যাম্প সিলেটে। তবে প্রস্তুতিতে পূর্ণ শক্তি পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। প্রাথমিক স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার নাঈম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান ডারউইনে ‘এ’ দলের হয়ে খেলতে যাবেন। সেখানে 'টপ এন্ড' সিরিজে অংশ নেবেন তারা, সোহান থাকবেন নেতৃত্বে।

 

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন নিয়মিত মুখ লিটন দাস, যিনি এবার দলের নেতৃত্বে। আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, ইমন, হৃদয়, মিরাজ, শান্ত, তাসকিন, মুস্তাফিজ, শরিফুল, খালেদসহ আরও তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটাররা।

 

এই সিরিজ শুধুমাত্র ঘরোয়া প্রস্তুতির অংশ নয়, বরং আগামী টুর্নামেন্টগুলোর জন্য সম্ভাব্য কম্বিনেশন, স্কোয়াড গভীরতা ও নতুনদের পারফরম্যান্স যাচাইয়ের মঞ্চ। ভারতের জায়গায় সুযোগ পাওয়া নেদারল্যান্ডসকে হয়তো প্রতিপক্ষ হিসেবে বড় দল মনে না-ও হতে পারে, কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে তারা হতে পারে কার্যকর পরীক্ষক।