এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেলেন সোহান-নাঈম-সৌম্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৯:২৪

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ২০:০২

শেয়ার

এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেলেন সোহান-নাঈম-সৌম্য
এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান-শান্ত, ফিরলেন সৌম্যও। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সামনে টি-টোয়েন্টির ব্যস্ত সূচি। এশিয়া কাপ, নেদারল্যান্ডস সিরিজ, তারপর বিশ্বকাপ সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ। এসব প্রতিযোগিতাকে সামনে রেখে বিসিবি ঘোষণা করেছে একটি দীর্ঘ প্রাথমিক স্কোয়াড। আর এই দল সাজাতেই নির্বাচকরা ভরসা রেখেছেন অভিজ্ঞদের পাশাপাশি সাম্প্রতিক পারফর্মারদের ওপর।

 

প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শান্ত, সৌম্য সরকার ও লিটন দাসদের মতো পরিচিত মুখ। প্রশ্নবিদ্ধ ফর্ম থাকা সত্ত্বেও রাখা হয়েছে নাঈম শেখকে, যা কিছুটা চমকই বলা যায়। সর্বশেষ সিরিজে না থাকা সৌম্য সরকার ফেরায়েছেন নিজেকে নির্বাচকদের আলোচনায়।

 

দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। মূল প্রস্তুতি শুরু হবে ৬ আগস্ট থেকে, মিরপুরে ফিটনেস ক্যাম্প দিয়ে। এরপর ১৫ তারিখ থেকে মাঠে স্কিল ট্রেনিং, আর সিলেটে শুরু হবে অফিশিয়াল প্রস্তুতি ক্যাম্প ২০ আগস্ট থেকে।

 

তবে এই স্কোয়াডের পাঁচজন ক্রিকেটারকে ক্যাম্পে পাওয়া যাবে না। কারণ তারা ডারউইনে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবেন। এ তালিকায় আছেন নুরুল হাসান সোহান (যিনি ‘এ’ দলের অধিনায়ক), নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ ও সাইফ হাসান।

 

তবে দুই মিশনে ভাগ হলেও লক্ষ্য একটাই আসন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোতে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ তৈরি। বিশেষ করে বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচ, ক্যাম্প ও পারফরম্যান্স হিসাবের খাতা ভারী করবে।

 

এই প্রাথমিক তালিকা নির্বাচকদের একটি স্পষ্ট বার্তা দেয় ফর্ম, অভিজ্ঞতা আর সামর্থ্য, তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

 

একনজরে প্রাথমিক স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।