ট্রায়াল থেকে অ-২৩ টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পে একমাত্র প্রবাসী জায়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৬:২৭

শেয়ার

ট্রায়াল থেকে অ-২৩ টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পে একমাত্র প্রবাসী জায়ান
একমাত্র প্রবাসী জায়ান আহমেদ (২২ নম্বর জার্সি) নিয়ে অ-২৩ ক্যাম্প শুরু। ছবি: সংগৃহীত।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে আংশিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ১৯ জনের এই প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ, যিনি জুনে হওয়া প্রবাসী ফুটবলারের ট্রায়ালে নজর কেড়েছিলেন দক্ষতা ও ফিটনেস দিয়ে।

 

আজ (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে দলের ক্যাম্প। ডাক পাওয়া ফুটবলারদের সহকারী কোচ হাসান আল মামুনের অধীনে গুলশানের একটি হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে। ফর্টিজে ক্যাম্প করার পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে। শুরুতে প্রাথমিক ক্যাম্প হলেও আবাহনী ও বসুন্ধরা কিংসের কয়েকজন খেলোয়াড় পরবর্তী ধাপে ক্যাম্পে যোগ দেবেন।

 

ফাহমিদুল বা কিউবা মিচেলের মতো আর কোনো প্রবাসীকে এই দলে দেখা যায়নি, যদিও আলোচনায় তাঁদের নামও ছিল। পরবর্তী সময়ে তাঁরা ক্যাম্পে যুক্ত হতে পারেন।

 

কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তবে পুরো ক্যাম্পের পরিকল্পনা এবং দল নির্বাচন করছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। টিটু মূলত মাঠপর্যায়ে তাঁর নির্দেশনাই বাস্তবায়ন করবেন।

 

আগামী সেপ্টেম্বরের শুরুতে ভিয়েতনামে হবে বাছাই পর্ব। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। বাছাইয়ের ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ পাবে মূল পর্বে খেলার টিকিট।

 

এই লক্ষ্যেই ১৪ থেকে ২৬ আগস্ট বাহরাইনে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, যেখানে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলবে তারা। ২৯ আগস্ট বাংলাদেশ দল রওনা দেবে ভিয়েতনামের উদ্দেশে।

 

আংশিক স্কোয়াডে দুইজন খেলোয়াড় আছেন শুধুই ঢাকার ক্যাম্পের জন্য। আবাহনী ও কিংসের খেলোয়াড়েরা যুক্ত হলে স্কোয়াড দাঁড়াবে প্রায় ৩০ জনে। ভিয়েতনামগামী চূড়ান্ত স্কোয়াডে থাকবেন ২৩ জন।