শিরোনাম
.jpg)
বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও মনোযোগ বাড়াচ্ছেন শেখ মাহেদি হাসান। ছবি: সংগৃহীত।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত স্কোয়াডে না থাকলেও, শেখ মাহেদি হাসান সুযোগ পেলেই নজর কাড়েন পারফরম্যান্সে। বিশেষ করে পাওয়ার-প্লের সময় বল হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার দক্ষতায় তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য। তবে কেবল বোলিংয়ে নয়, শেখ মাহেদি নিজের ব্যাটিং দক্ষতাও বাড়াতে চান, যাতে চাপের মুহূর্তে দলকে আরও কার্যকরভাবে সাহায্য করতে পারেন।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহেদি বলেন, “নতুন বলে আমার বোলিং আগের মতো দুর্বল নয়। তবে এটায় মানিয়ে নিতে হয়েছে এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় উন্নতি করেছি, যদিও ‘নতুন বলের সেরা বোলার’ এসব তকমা পাওয়ার কোনো আগ্রহ নেই। আমার একমাত্র লক্ষ্য প্রতিদিন একটু করে উন্নতি করা।”
ব্যাটিংয়ের দিকটাও গুরুত্ব দিয়ে দেখছেন শেখ মাহেদি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল বারবার ব্যাটিং ধসের মুখে পড়ায়, নিচের দিকে নামা ব্যাটারদের ওপর বাড়তি দায়িত্ব এসে পড়ছে। সে কারণেই নিজের ব্যাটিং উন্নত করার তাগিদ অনুভব করছেন তিনি।
“ব্যাট হাতে অবদান রাখা এখন অনেক গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে আমাকে শুরুতেই মাঠে নামতে হয়। টি-টোয়েন্টিতে যখন বল নরম থাকে, আমি সাধারণত পাঁচ ওভার ব্যাট করতে তৈরি থাকি। কিন্তু শুরুতেই নামলে নতুন বলের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লেগে যায়।”
নতুন বল সামলাতে শেখার প্রক্রিয়ায় শেখ মাহেদি চাচ্ছেন অনুশীলনে আরও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে। “নেটে সাধারণত টপ অর্ডাররা নতুন বল খেলে। কিন্তু আমারও উচিত সেই সুযোগ নেওয়া—বিশেষ করে যাদের বল সুইং করে বা গতি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এমন পেসারদের বিপক্ষে। সব সময় না হোক, অন্তত দুই ওভার হলেও এমন অনুশীলনের সুযোগ থাকা দরকার। এতে করে ম্যাচে যদি উপরের দিকে নামতে হয়, নিজেকে দ্রুত জোনে আনতে পারব।”
আরও পড়ুন: