শিরোনাম
.jpg)
টি-টোয়েন্টিতে নতুন ব্যাটিং মানসিকতা চান উড। ছবি: সংগৃহীত।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। স্ট্রাইক রেট থেকে শুরু করে পাওয়ার হিটিং, সব ক্ষেত্রেই পিছিয়ে টাইগার ব্যাটাররা। তবে বদলের আভাস মিলেছে— নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উডের আগমনে। তিন সপ্তাহের জন্য বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন এই ইংলিশ কোচ।
উডের পরিকল্পনা পরিষ্কার— ব্যাটারদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা প্রতিপক্ষের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাংলাদেশি ব্যাটারদের অনেকে স্ট্রাইক রেট ১১৫–১৩০-র মধ্যে। এটা যথেষ্ট নয়। আমাদের লক্ষ্য সেটা বাড়ানো। যত বেশি শট খেলার বিকল্প থাকবে, তত খেলোয়াড়রা চাপমুক্ত থাকবে এবং বিচলিত হবে না।”
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মতো তরুণদের নিয়েও ইতিমধ্যে কাজ শুরু করেছেন উড। ব্যাটিং অর্ডারে ‘ভয় ধরানো’ একটা বৈশিষ্ট্য আনাই তার মূল টার্গেট। “আমি চাই প্রতিপক্ষের মনে যেন ওপেনিং থেকেই একটা আতঙ্ক তৈরি হয়,” বলেন তিনি।
শুধু কৌশলগত কাজ নয়, অনুশীলনের ধরনেও আনছেন নতুনত্ব। খেলোয়াড়দের শরীরী ও মানসিক প্রস্তুতির জন্য বাড়ানো হচ্ছে টেকনিকাল ওয়ার্কলোড। এই পদ্ধতি এক অর্থে ‘সেলফ-কোচিং’— যেখানে ক্রিকেটার নিজেই নিজের খুঁত ধরতে পারবে অনুশীলনের সময়।
সম্প্রতি শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ধারাবাহিকতা এখনো অধরা। উড অবশ্য আশাবাদী, “বাংলাদেশে প্রতিভার কোনো অভাব নেই। শুধু তাদের ব্যাটিংয়ে ভয় ধরানো একটা রূপ দিতে হবে।”
আরও পড়ুন: