জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে টাইগার যুবারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ২১:৩৪

আপডেট: ২৮ জুলাই, ২০২৫ ২১:৩৪

শেয়ার

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে টাইগার যুবারা
টানা দুই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগার যুবারা। ছবি: সংগৃহীত।

জিম্বাবুয়ের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে নাটকীয় জয় পেয়েছিল তারা। দুই ম্যাচে দুই জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ৭০ রানের জুটি দলকে এনে দেয় দুর্দান্ত শুরু। রিফাত বেগ ৩১ রান করে আউট হলেও ঝড়ো ব্যাটিংয়ে ৬৩ বলে ১২টি চার ও ১ ছয়ে ৮২ রান করেন আবরার। তিনে নেমে অধিনায়ক আজিজুল হক তামিম খেলেন গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস। মাত্র ২১ ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ২ উইকেটে ১৪৭ রান।

 

তবে মিডল অর্ডারে ব্যাটারদের ধীরগতির ব্যাটিং আর বড় ইনিংসের অভাবে ৩০০ ছাড়ানো হয়নি বাংলাদেশের ইনিংস। শেষ দিকে উইকেটরক্ষক আবদুল্লাহর ৫৬ রানের ইনিংস এবং দেবাশীষ দেবার ২৪ রানের গুরুত্বপূর্ণ অবদান মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। ওপেনার নাথানিয়েল হাবাঙ্গানা ৭২ বল খেলে করেন ৫৩ রান। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন বাকিরা। ইনিংসের মাঝপথে ১৪০ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ে, পরের ৬ উইকেট হারিয়ে ফেলে মাত্র ৪৩ রানে। আগের ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক সামিউন বশির এদিন বল হাতে ৮.২ ওভারে মাত্র ১৪ রানে শিকার করেন ৩ উইকেট। সঙ্গ দেন আল ফাহাদ (৭ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট) ও অধিনায়ক আজিজুল হক তামিম (১০ ওভারে ২ উইকেট)। এছাড়া দেবাশীষ ও শাধিন ইসলাম নেন একটি করে উইকেট।

 

৪২.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৩ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। জয় পায় বাংলাদেশ ৯১ রানে। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগার যুবারা।