শিরোনাম
.jpg)
জুলিয়ান উড। ছবি: সংগৃহীত।
কালের বিবর্তনে টি-টোয়েন্টি ক্রিকেট এখন রীতিমতো ব্যাটসম্যানদের খেলা। ২০০ কিংবা তার চেয়েও বড় স্কোর যেন এখন মামুলি ব্যাপার। অথচ বাংলাদেশ এখনো রয়ে গেছে সেই প্রস্তর যুগেই—যেখানে বড় দলের বিপক্ষে ২০০ রান করা তো দূরের কথা, দুইশ রানের লক্ষ্য তাড়া করার মানসিকতাও গড়ে ওঠেনি। তবে সেই পুরোনো জড়তা কাটিয়ে আধুনিক টি-টোয়েন্টি ব্র্যান্ডে প্রবেশ করতে এবার বড় এক পদক্ষেপ নিচ্ছে বিসিবি। টাইগারদের পাওয়ার হিটিং শার্প করতে দলে যুক্ত হচ্ছেন বিশ্বখ্যাত কোচ জুলিয়ান উড।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা জুলিয়ান উড ২০০০-এর দশকে পেশাদার কোচিং শুরু করেন। পরে নিজেকে গড়ে তোলেন ‘স্পেশালাইজড পাওয়ার হিটিং’ কোচ হিসেবে, যেখানে তিনি ব্যাটারদের শারীরিক কাঠামো, ব্যাট সোয়িং, ব্যালান্স ও টাইমিং-এর সমন্বয় ঘটিয়ে তৈরি করেন ‘স্ট্রাইক ফোর্স’। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলগুলোতেও খণ্ডকালীনভাবে কাজ করেছেন এই ইংলিশ কোচ।
বাংলাদেশের ক্ষেত্রে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারির মতো একঝাঁক সম্ভাবনাময় পাওয়ার হিটার উঠে এসেছেন। লোয়ার অর্ডারে রিশাদ হোসেন, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন বড় শট খেলায় সক্ষমতা নিয়ে। এই ব্যাটারদের স্কিলফুল ও ম্যাচ-রেডি করে তুলতে জুলিয়ান উড হতে পারেন আদর্শ মেন্টর।
আগামী ৬ আগস্ট শুরু হবে টাইগারদের এশিয়া কাপ ক্যাম্প। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেই ঢাকায় এসে তিন সপ্তাহ কাজ করবেন উড। উড নিজেও জানিয়েছেন, “আগস্টে তিন সপ্তাহের জন্য ঢাকায় যাচ্ছি। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও খুব সম্ভবত সেটাই হবে। কয়েক বছর ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছিল, এবার বাস্তবায়ন হচ্ছে, আমি খুশি।”
তবে এশিয়া কাপের পরও তিনি দলের সঙ্গে থাকবেন কি না, তা নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর—উড এমনটাই ইঙ্গিত দেন।
আরও পড়ুন: