শিরোনাম
.jpg)
ছবিতে মাহমুদুল্লাহ রিয়াদ, সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায় চূড়ান্ত হয়েছে চলতি বছরই। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর মধ্য দিয়ে তিন ফরম্যাটেই শেষ হয়ে গেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে বিদায়ের পরপরই তাঁকে অন্য ভূমিকায় দেখতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে যে উদ্যোগ নিয়েছে বোর্ড, তাতে মাহমুদউল্লাহ ছিলেন আমন্ত্রিতদের তালিকায়। কিন্তু বিসিবির সেই প্রস্তাবে আপাতত সাড়া দেননি রিয়াদ।
দুই দিনের একটি বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে বিসিবি, যেখানে আন্তর্জাতিক ম্যাচ রেফারিংয়ে আগ্রহী সাবেক ক্রিকেটারদের প্রস্তুত করা হবে। এই কর্মশালায় আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম ও ইলিয়াস সানির মতো অভিজ্ঞ সাবেকরা। তবে মাহমুদউল্লাহ এই তালিকায় থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। বিসিবির আম্পায়ার্স বিভাগের সূত্র জানায়, মাহমুদউল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি এখনই ম্যাচ রেফারিংয়ে আগ্রহী নন, বরং ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ রাখতে চান।
২০২১ সালে টেস্ট, ২০২৪ সালে টি-টোয়েন্টি এবং অবশেষে ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের উত্থানের এক গুরুত্বপূর্ণ চরিত্র। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের হয়ে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন তিন ফরম্যাটেই। তাঁর ব্যাটে এসেছে বহু স্মরণীয় জয়, আর তাঁর অভিজ্ঞতা ছিল দলীয় ড্রেসিংরুমের মূল্যবান সম্পদ।
বিসিবির এবারের রেফারিং কর্মশালায় অংশ নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট খেলা মোট ৩০ জন ক্রিকেটার। উদ্দেশ্য, ক্রিকেট ক্যারিয়ার শেষে সাবেকদের উপযুক্ত জায়গায় পুনঃস্থাপন করা এবং ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও অভিজ্ঞ কণ্ঠ ও চোখ নিশ্চিত করা। হাবিবুল বাশার যেমন একসময় প্রধান নির্বাচক ছিলেন, বর্তমানে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন নারী ক্রিকেটের সঙ্গে। রাজ্জাকও আছেন নির্বাচকের ভূমিকায়। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আপাতত এই পথ নয়, বেছে নিয়েছেন ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটকে আরও কিছুদিন আপন করে রাখার সিদ্ধান্ত।
আরও পড়ুন: