আলো স্বল্পতায় ভেসে গেল ম্যাচ, প্রোটিয়াদের কাছে শেষ ম্যাচে যুবাদের হার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২২:০৮

শেয়ার

আলো স্বল্পতায় ভেসে গেল ম্যাচ, প্রোটিয়াদের কাছে শেষ ম্যাচে যুবাদের হার
জাওয়াদ আবরার ও আজিজুল হক তামিম। ছবি: সংগৃহীত।

ক্রিকেট যে এক অনিশ্চয়তার খেলাদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হারের গল্প যেন ফের সে কথাই মনে করিয়ে দিল। আগে ব্যাট করে বিশাল সংগ্রহ গড়েও ডার্ক লুইস মেথডে হার মানতে হলো লাল-সবুজদের। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আলোর অভাবে ৩৬ বল বাকি থাকতেই বন্ধ হয়ে যায় খেলা। ঠিক তখনই দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে জয়ী ঘোষণা করা হয়, যদিও তখনও জয়ের জন্য তাদের লাগত ৪৪ রান।

 

ম্যাচের প্রথম ইনিংসে রীতিমতো ঝড় তুলেছিল বাংলাদেশের টপ অর্ডার। জাওয়াদ আরবার (৬৮), রিফাত বেগ (৮৬) ও কালাম সিদ্দিকি আলীন (৮৫)-এর ফিফটিতে ৩২০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এই ইনিংসে ছিল ৯৭ ও ১২৫ রানের দুটি বিশাল জুটি। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও খেলে যান ১৯ বলে ২৯ রানের ঝড়ো ক্যামিও। দক্ষিণ আফ্রিকার পেসার সনি একাই শিকার করেন ৬ উইকেট, কিন্তু দলীয়ভাবে তাঁরা ছিলেন ছন্নছাড়া।

 

জবাবে প্রোটিয়ারা ২০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ফন স্কলউইক ও বুলবুলিয়ার ১৮১ রানের জুটিতে ম্যাচে ফেরে। স্কলউইক খেলেন ১৫৬ বলে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস। ২০১ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরও চালিয়ে যান একক লড়াই। এমন সময়েই দেখা দেয় আলো স্বল্পতা।

 

৩৬ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ২৭৭। পুরো ম্যাচ খেললে ফল হয়তো অন্যরকম হতে পারত। শেষ পর্যন্ত নিয়মের কাছে হার মেনেই সিরিজ হারল বাংলাদেশ। তবু এই ম্যাচে ব্যাট হাতে যুবাদের যে আগ্রাসী রূপ দেখা গেল, সেটিই ভবিষ্যতের জন্য বড় প্রাপ্তি।

 

সংক্ষিপ্ত স্কোর

 

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৩২০/৯ (রিফাত ৮৬, কালাম ৮৫, জাওয়াদ ৬৮, তামিম ২৯, মামুন ১৩)

 

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল ২৭৭/৩ (স্কলউইক ১৬৪*, বুলবুলিয়া ৬২)

 

ডি/এল মেথডে দক্ষিণ আফ্রিকা ১৪ রানে জয়ী।